Bomb Recover: ১৩ দিনের মাথায় ফের উদ্ধার তাজা বোমা, আতঙ্কে রয়ছেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দারা

Bomb Recover: গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হরিহরপাড়া থানার জিতারপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। একটি ব্যাগ থেকে সকেট বোমা উদ্ধার করে পুলিশ।

Bomb Recover: ১৩ দিনের মাথায় ফের উদ্ধার তাজা বোমা, আতঙ্কে রয়ছেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দারা
হরিহর পাড়ায় উদ্ধার বোমা (নিজস্ব চিত্র)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 13, 2023 | 11:38 AM

হরিহরপাড়া (মুর্শিদাবাদ):সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে ফের উদ্ধার সকেট বোমা। একটি বা দু’টি বোমা নয়। একসঙ্গে সাতটি বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় (Hariharpara)। ঘটনার খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। এলাকায় পৌঁছেছে হরিহরপাড়া থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হরিহরপাড়া থানার জিতারপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। একটি ব্যাগ থেকে সকেট বোমাগুলি উদ্ধার করে তারা। খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকেও। এর আগে গত ২১ শে ডিসেম্বর ৯ টি, ১ এপ্রিল ৫ টি সকেট বোমা উদ্ধার করেছিল পুলিশ। আবারও আজ বোমা উদ্ধার ঘিরে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছেন। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

কাশিমপুরের বাসিন্দা শেখ সাদ্দাম হোসেন বলেন,”আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। শুনলাম এখানে বোমা পাওয়া গিয়েছে। আশেপাশের লোকজন বলছিল ব্যাগের মধ্যে বোমা রাখা রয়েছে। আমি দেখতে গিয়েছিলাম। একটু ভয়-ভয় লাগছে। শুনেছি এখানে সকেট বোমা রয়েছে। এলাকায় পুলিশ এসেছে। কে বা কারা এইসব করছে কিছুই বুঝতে পারছি না। কয়েকদিন আগে এখানে বোমা উদ্ধার হয়েছিল। এখন আবার উদ্ধার হল।”