Murshidabad Death: মাছ ধরতে গিয়েছিল ১০ বছরের ছেলেটা, তারপরই ঝোপের মধ্যে যা দেখা গেল

Murshidabad Death: রায়হানের মায়ের অভিযোগ, দুপুরের দিকে মাছ ধরতে গিয়েই ছেলেকে খুন করা হয়েছে। পরিবারের দাবি, মাছ ধরাকে কেন্দ্র করেই তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। কেউ বা কারা ওই কিশোরকে খুন করেছে বলেই দাবি করছে মৃতের পরিবার।

Murshidabad Death: মাছ ধরতে গিয়েছিল ১০ বছরের ছেলেটা, তারপরই ঝোপের মধ্যে যা দেখা গেল
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 22, 2025 | 11:56 PM

মুর্শিদাবাদ: মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের এক কিশোরের! ঘটনায় হতবাক পরিবার। মৃতদেহ যখন উদ্ধার করা হয়, তখনও পাশে পড়েছিল ছিপ। বোঝাই যাচ্ছে, মাছ ধরতে গিয়েই কোনও ঘটনা ঘটেছে। খুন বলে দাবি করছে তার পরিবার। মুর্শিদাবাদ জেলার সালার থানার খাড়েরা গ্রামের তেঁতুলতলার ঘটনা। মৃত কিশোরের নাম রায়হান শেখ। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ মাছ ধরতে বেরিয়েছিল রায়হান নামে ওই কিশোর। তারপর থেকেই সে নিখোঁজ। পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা রাতভর খোঁজাখুঁজি করেন। কোথাও কোনও হদিশ পাওয়া যায়নি তার।

বুধবার দুপুরে স্থানীয় কিছু মানুষজন একটি ঝোপের ধারে পড়ে থাকতে দেখেন রায়হানের দেহ। পাশে পড়ে ছিল মাছ ধরার ছিপও। খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

রায়হানের মায়ের অভিযোগ, দুপুরের দিকে মাছ ধরতে গিয়েই ছেলেকে খুন করা হয়েছে। পরিবারের দাবি, মাছ ধরাকে কেন্দ্র করেই তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। কেউ বা কারা ওই কিশোরকে খুন করেছে বলেই দাবি করছে মৃতের পরিবার।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন কান্দি মহকুমার পুলিশ আধিকারিক। কান্দি থানার আইসি ও সালার থানার পুলিশ পৌঁছয় সেখানে। পুরো পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই। সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনাস্থলে কে কে উপস্থিত ছিল, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।