Murshidabad: নদীর চরে কিছু পায়ের ছাপ, সেটা দেখেই বাকিটা ‘বুঝে নিল’ BSF, তারপরই ‘ফুল অ্যাকশন’

Murshidabad: এর পাশাপাশি বিএসএফের ১৪৬ তম ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট জলঙ্গির জওয়ানরা আরও কিছু মাদক দ্রব্য বাজেয়াপ্ত করে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, সন্ধে সাড়ে সাতটা নাগাদ মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অতর্কিত আক্রমণ চালানো হয়।

Murshidabad: নদীর চরে কিছু পায়ের ছাপ, সেটা দেখেই বাকিটা বুঝে নিল BSF, তারপরই ফুল অ্যাকশন
অ্যাকশনে BSFImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 30, 2025 | 7:57 PM

মুর্শিদাবাদ: প্রতিদিনের মতোই নিজের-নিজের ডিউটি করছিলেন বিএসএফ-BSF জওয়ানরা। সেই সময় হঠাৎ করেই তাঁদের নজরে আসে নদীর চড়ে পায়ের ছাপ। তারপরই আর বুঝতে বাকি ছিল না। গোটা এলাকা ঘিরে ফেলেন। তারপরই হাতেনাতে ধরে পাচারকারীদের। ঘটনাটি ঘটেছে মুর্শিবাদের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত বিএসএফের ৭৩তম ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্টের।

সেখানেই কর্তব্যরত অবস্থায় বিএসএফ জওয়ানরা কয়েকজন ব্যক্তির পায়ের ছাপ দেখতে পান। জওয়ানরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান। এলাকাটি ঘিরে ফেলেন আধা সেনা। তখনই ধরা পড়ে তিন পাচারকারী। অভিযুক্তদের কাছ থেকে ৫৯০ বোতল ফেনসিডিল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা জানিয়েছে, এই সব মাদক পাচারের জন্য তারা প্রত্যেকে দশ হাজার টাকা করে পেয়েছিলেন।

এর পাশাপাশি বিএসএফের ১৪৬ তম ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট জলঙ্গির জওয়ানরা আরও কিছু মাদক দ্রব্য বাজেয়াপ্ত করে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, সন্ধে সাড়ে সাতটা নাগাদ মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অতর্কিত আক্রমণ চালানো হয়। সেই সময়ও ৭.৩ কেজি গাঁজা,এক বোতল বিদেশি মদ এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেফতার হয় এক বাংলাদেশি পাচারকারী।