Calcutta High Court: পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ জাফরাবাদের নিহত বাবা-ছেলের পরিবার

Calcutta High Court: ওয়াকফ ইস্যুতে গত মাসের মাঝামাঝি সময় থেকে তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি, ধূলিয়ান, সামসেরগঞ্জ-সহ একাধিক এলাকা। বাড়ি ভাঙচুর, আগুন, লুঠপাঠ চলতে থাকে বেপরোয়াভাবে। সবথেকে ভয়ঙ্কর অভিযোগ ওঠে জাফরাবাদে।  বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে।

Calcutta High Court: পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ জাফরাবাদের নিহত বাবা-ছেলের পরিবার
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 05, 2025 | 12:33 PM

কলকাতা: সোমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারের লোকজন চলে এসেছেন কলকাতায়।  আশ্রয় নিয়েছিলেন বিধাননগর সেফ হাউজ়ে। অভিযোগ ওঠে, রাতের অন্ধকারে পূর্ব থানার ৪০ জন পুলিশ এসে দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে পুলিশের দাবি, তাঁদের অপহরণ করা হয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টাও করে পুলিশ।  এবারে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ফরাবাদের নিহত বাবা ও ছেলের পরিবারের লোকজন। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

প্রসঙ্গত,  ওয়াকফ ইস্যুতে গত মাসের মাঝামাঝি সময় থেকে তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি, ধূলিয়ান, সামসেরগঞ্জ-সহ একাধিক এলাকা। বাড়ি ভাঙচুর, আগুন, লুঠপাঠ চলতে থাকে বেপরোয়াভাবে। সবথেকে ভয়ঙ্কর অভিযোগ ওঠে জাফরাবাদে।  বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  এই পরিস্থিতিতে সোমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী। এরই মধ্যে  এসবের মাঝেই শোনা যায়, নিহত দুজনের স্ত্রীকে অপহরণ করা হয়েছে। যদিও পরবর্তীতে সল্টলেকের সেফ হাউসে হদিশ মেলে তাঁদের। বর্তমানে সেখানেই রয়েছেন দু’জনে।

অভিযোগ, রবিবার রাতে  বিধাননগর পূর্ব থানার ৪০ জন পুলিশ বিধাননগরের সেফ হাউসে যায়। দরজা ভেঙে নিহতদের পরিবারের লোকজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। পুলিশের দাবি, তাঁদের অপহরণ করা হয়েছে। অথচ নিহতদের পরিবারের লোকজনের দাবি,  স্বেচ্ছায় বিধাননগরের সেফ হাউসে এসেছেন তাঁরা। এই মর্মে বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের করার আবেদন জানান।