
মুর্শিদাবাদ: একটা নয়। একাধিক। পরপর বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, বুধবার মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অফরিকা হিমঘর মোড় এলাকায় পূর্ত দফতরের জায়গায় তৈরি হয়েছিল বেআইনি নির্মাণ। ওই এলাকার বাসিন্দা নন্দ সাহা একটি আদালতে মামালা করেন। তাঁর দাবি, এই অবৈধ নির্মাণ ভাঙতে হবে। সেই মামলা চলছিস দীর্ঘ বছর ধরে। মামলা চলার পর মামলার নিষ্পত্তি হয় এবং পূর্ত দফতরের জায়গায় তৈরি অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট।
আজ হাইকোর্টের নির্দেশে বড়ঞা সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ ঘোষ ও বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দম দাসের উপস্থিতিতে তিনটি দোকান ঘড় ভাঙা হয়। ভাঙা শুরু হওয়ার সময় দোকানের সামনে বসে পড়েন এক দোকান মালিক। তিনি ভাঙতে বাধা দেন। এ প্রসঙ্গে প্রশাসনের এক কর্তা বলেন, “আজ তিনটি দোকান ভেঙে দেওয়া হয়েছে। হাইকোর্ট নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই এই ভাঙাচোরার কাজ হচ্ছে। PWD-র জমির উপর এই নির্মাণ গড়ে উঠেছিল তাই ভেঙে ফেলা হয়েছে।”