Justice Rajasekhar Mantha: আদালত চত্বর ভরেছে জঙ্গলে, উষ্মা প্রকাশ করলেন বিচারপতি মান্থা

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 16, 2023 | 3:26 PM

Justice Rajasekhar Mantha: প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদে পৌঁছন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। এরপর শনিবার সকালে বিভিন্ন আদালত পরিদর্শনের উদ্দেশ্যে বহরমপুর সার্কিট হাউস থেকে রওনা দেয়। প্রথমে তিনি জঙ্গিপুর মহকুমা আদালতে যান। সেখানে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। আইনজীবী বিচারকদের সঙ্গে কথা বলেন।

Justice Rajasekhar Mantha: আদালত চত্বর ভরেছে জঙ্গলে, উষ্মা প্রকাশ করলেন বিচারপতি মান্থা
কোর্ট পরিদর্শনে রাজা শেখর মান্থা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: আদালত চত্বরে পড়ে রয়েছে নোংরা-আবর্জনা। আগাছা-জঞ্জালে ভরে গিয়েছে চারপাশ। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কেন এই অবস্থা জঙ্গিপুর মহকুমা আদালতের এই অবস্থা তা জানতে চান তিনি। তারপর দ্রুত সেই ময়লা পরিষ্কারের নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদে পৌঁছন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। এরপর শনিবার সকালে বিভিন্ন আদালত পরিদর্শনের উদ্দেশ্যে বহরমপুর সার্কিট হাউস থেকে রওনা দেয়। প্রথমে তিনি জঙ্গিপুর মহকুমা আদালতে যান। সেখানে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। আইনজীবী বিচারকদের সঙ্গে কথা বলেন। তবে আদালত চত্বর আবর্জনা জঙ্গলে ভর্তি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। এরপরে তিনি গান্ধী মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা দেয় পাশাপাশি লালবাগ মহকুমা আদালত ও জেলা আদালত ও পরিদর্শন করবেন তিনি বলে সূত্রে খবর।

জঙ্গিপুর মহকুমা আদালতের কর্মচারী মানস নস্কর বলেন, “স্যারের সঙ্গে মহকুমা আদালতে পরিকাঠামো নিয়ে আলোচনা করেছি। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে। আমরা পুরসভাকে জানিয়েছি। ওরা না করলে PWD-কে বলেছি। আর জঙ্গল মাঝে মধ্যেই পরিষ্কার করা হয়।”

Next Article