Lalgola: থান ইট ছু়ড়ে মারা হচ্ছে বিজেপি নেতার গাড়িতে, তুলকালাম লালগোলায়

Murshidabad Clash: এদিন ফর্ম সেভেন জমা দিতে গিয়েছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি বিধায়কের নেতৃত্বে মুর্শিদাবাদ সংগঠনিক জেলা বিজেপির বিজেপি নেতাকর্মীরা। অভিযোগ, প্রথমে তাঁদের ফর্ম কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় তৃণমূল নেতাকর্মীরা, এরপরে পুলিশের সামনেই তৃণমূল সভাপতি গাড়ি ভাঙচুর করে।

Lalgola: থান ইট ছু়ড়ে মারা হচ্ছে বিজেপি নেতার গাড়িতে, তুলকালাম লালগোলায়
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 19, 2026 | 4:02 PM

লালবাগ: আসানসোল, বনগাঁ পর মুর্শিদাবাদের লালবাগ। ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে এসডিও অফিসের মধ্যেই ছড়াল তুমুল উত্তেজনা। পুড়িয়ে দেওয়া হল ফর্ম ৭। পুলিশের সামনেই ভেঙে ফেলা হল বিজেপির জেলা সভাপতির গাড়ি।

সোমবার দুপুরে লালবাগ মহকুমা শাসকের অফিসে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জেলা সভাপতি সৌমেন মণ্ডলের চারচাকা গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। থান ইট ছু়ড়ে মারা হয় গাড়িতে। পুলিশের সামনেই চলে ভাঙচুর। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

এদিন ফর্ম সেভেন জমা দিতে গিয়েছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি বিধায়কের নেতৃত্বে মুর্শিদাবাদ সংগঠনিক জেলা বিজেপির বিজেপি নেতাকর্মীরা। অভিযোগ, প্রথমে তাঁদের ফর্ম কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় তৃণমূল নেতাকর্মীরা, এরপরে পুলিশের সামনেই তৃণমূল সভাপতি গাড়ি ভাঙচুর করে। তবে গাড়িতে সেই সময় কেউ ছিলেন না।

বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, “বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের এনে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। অভিযোগ উঠছে, এসডিও অফিসের কর্মীদের বিরুদ্ধেও।” তৃণমূল নেত্রী তথা প্রাক্তন বিধায়ক শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। বিধায়কের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেন শাওনি সিংহ রায়। তিনি বলেন, “বিধায়কের নেতৃত্বে বিজেপি কর্মীরা বাজারের ব্যাগে সবজি-পটলের মতো ২৭ হাজার ৭ নম্বর ফর্ম নিয়ে এসেছিল। সেই ফর্মগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।” বিজেপি বিধায়ক এই এলাকার মানুষদের হয়রানি করছে বলে অভিযোগ তোলেন তিনি।