Murshidabad: রেলের রিলে রুম ভেঙে তছনছ, পুড়িয়ে ফেলা হয়েছে যন্ত্রাংশ, নিরাপত্তায় মোতায়েন BSF
Murshidabad: শুক্রবার প্রতিবাদে রেল লাইনের উপর বসে পড়েন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ বন্ধ থাকে রেল চলাচল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

মুর্শিদাবাদ: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে শুক্রবার দিনভর তাণ্ডব চলেছে মুর্শিদাবাদের একাধিক জায়গায়। উত্তপ্ত হয়েছে সুতি, ধুলিয়ান, সামসেরগঞ্জ। একাধিক জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। বাস, গাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন। রাত পোহানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা এখনও থমথমে। রাত থেকেই টহল দিচ্ছে বিএসএফ।
শুক্রবার রাতে রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখানো হয়। তাতেই আটকে পড়ে বহু যাত্রী। রাতে প্রায় পাঁচ হাজার যাত্রীকে উদ্ধার করে রেল। সকালে দেখা যায়, তছনছ হয়ে পড়ে রয়েছে রেলের জিনিসপত্র। ভাঙচুর চালানো হয়েছে রেলের রিলে রুমে। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ পুড়িয়ে ফেলা হয়েছে। সকালেও দেখা গিয়েছে পড়ে রয়েছে সেই সব পোড়া যন্ত্রাংশ।
অভিযোগ, আন্দোলনকারীরা আন্দোলনের নামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেলের সম্পত্তিতে। পূর্ব রেলের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে যে ধুলিয়ান গঙ্গা এবং নিমতিতা স্টেশনের মাঝে যে ৪৩ নম্বর রেলগেট রয়েছে, সেটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে রিলে রুম, কন্ট্রোল রুম, লিফটিং ব্যারিয়ার সহ একাধিক সম্পত্তি।
রিলে রুম থেকে বেশ কিছু দামি বৈদ্যুতিক সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, ট্রেন কোন লাইনে আসবে বা কোন লাইনে দাঁড় করিয়ে অন্য ট্রেনকে নিয়ে যাওয়া হবে, সেটা স্থির হয় এই রিলে রুম থেকে। স্বাভাবিকভাবেই এই ব্যাপক ভাঙচুর এবং লুঠে, ওই লাইনে রেল পরিষেবা কার্যত উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। কোনও কোনও বাড়িতেও ভাঙচুর চলা হয়েছে।





