
বহরমপুর: এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর থানা এলাকায়। অভিযোগ, ছেলের জন্য খাবার কিনতে রাতে বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন তিনি। তখনই এলাকার কয়েকজন যুবক তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। চলে অকথ্য নির্যাতন। রাতের অন্ধকারেই একাধিক যুবক তাঁকে লাগাতার ধর্ষণ করেন বলে অভিযোগ। তাঁর কাছে থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলেই জ্ঞান হারান ওই মহিলা। যদিও যুবকের দল ভাবে তিনি মারা গিয়েছেন। ওই অবস্থাতেই তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়।
এদিকে মহিলার চিৎকার শুনে ততক্ষণে ছুটে এসেছেন এলাকার বাসিন্দারা। তাঁরাই খবর দেন তাঁর বাড়ির লোকেরা এসে শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। অভিযোগ, মহিলা বেঁচে আছেন এ কথা জানতে পারার পর থেকে তাঁকে ও তাঁর বাড়ির লোককে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুলিশের দ্বারস্থ হতেও নিষেধ করছে অভিযুক্ত যুবকের দল। এ ঘটনায় বৃহস্পতিবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা প্রসঙ্গে ওই নির্যাতিতা মহিলা বলছেন, “কাল রাতে আমি ছেলের খাবার কিনে বাড়ি যাচ্ছিলাম। গলির মুখে পাড়ার কিছু ছেলেমেয়ে আমাকে ধরে। আমার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর আমাকে ভয় দেখিয়ে চার-পাঁচজন আমাকে পাশে একটা মাঠে নিয়ে যায়। ওদের মধ্যে তিনজনকে আমি চিনি। ২ জনকে আমি চিনি না। সেখানে নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করে। আগেও ওরা আমাকে নানাভাবে উত্যক্ত করেছে। আমি ওদের উপযুক্ত শাস্তি চাই। আজ ওরা আমার সঙ্গে এটা করেছে। কাল যেন ওরা অন্য কোনও মা-বোনের সঙ্গে এটা করার সাহস না পায়।”