
মুর্শিদাবাদ: তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। দু’দিন ধরে নৈরাজ্য চলছে সেখানে। দুপুরে ময়দানে নামল পুলিশ। আর এই বেলডাঙা থেকে মাত্রা কুড়ি কিলোমিটার দূরে বহরমপুরে শনিবার আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর যার জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বলে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
এ দিন, অধীর বলেন, “রাজ্যে প্রশাসন নেই তাই হচ্ছে। তার মধ্যে আজ আবার অভিষেক আসছেন। তাই বহরমপুর বাসস্ট্যান্ড বেলা ১১টা থেকে ৪টে অবধি বন্ধ থাকবে। কারণ, তাঁর যাতায়াতের অসুবিধা হবে। এই সময়টা সাধারণ মানুষের জন্য সব বন্ধ। নেতারাই তো সমাজ-বিরোধী কাজ করছেন। তাহলে এই বাংলায় আর কী হবে? কোথাও রোড শো আর কোথাও ভাঙচুর হবে তার জন্য যাতায়াত বন্ধ। জনপ্রতিনিধি ভাষণ দেবেন বলে সব বন্ধ।”
আজও টার্গেট করা হচ্ছে সাংবাদিকদের। মারধর করা হচ্ছে তাঁদের। ছবিতে দেখা যাচ্ছে, ক্ষিপ্ত জনতা নেমেছেন রাস্তায়। হাতে রয়েছে বাঁশ। রাস্তার ধারে থাকা যাবতীয় ফ্লেক্স-ব্যানার উপরে ফেলা হচ্ছে। লাথি মারা হচ্ছে তার উপরে। এলাকায় একজনও পুলিশকেও দেখা গেল না। কোথায় গেল পুলিশ উঠছে প্রশ্ন। ক্ষিপ্ত জনতা নেমেছেন রাস্তায়। হাতে রয়েছে বাঁশ। রাস্তার ধারে থাকা যাবতীয় ফ্লেক্স-ব্যানার উপরে ফেলা হচ্ছে। লাথি মারা হয় তার উপরে। পরবর্তীতে সকাল গড়িয়ে দুপুর হতেই ময়দানে নামে পুলিশ আধিকারিকরা।