Murshidabad: জাফরাবাদে ঈশা-শুভঙ্কররা, মন দিয়ে শুনলেন ‘সর্বহারাদের’ কথা

Murshidabad: উল্লেখ্য, আজ ঈশা-শুভঙ্করকে দেখেই কার্যত কান্নায় ভেঙে পড়েন সকলে। বারবার জানাতে থাকেন কীভাবে তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, টাকা-পয়সা থেকে জামা-কাপড় নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

Murshidabad: জাফরাবাদে ঈশা-শুভঙ্কররা, মন দিয়ে শুনলেন সর্বহারাদের কথা
মুর্শিদাবাদে গেল কংগ্রেসের প্রতিনিধি দল

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 19, 2025 | 9:15 PM

মুর্শিদাবাদ: পরিস্থিতি এখন শান্ত মুর্শিদাবাদে। কিন্তু তারপরও ভয় কাটছে না সেখানকার সুতি, জঙ্গীপুরের মতো একাধিক জায়গার মানুষের। এই পরিস্থিতিতে শনিবার হিংসা কবলিত এলাকার মানুষদের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, জাফরাবাদে মৃত বাবা-ছেলের পরিবারের সঙ্গে দেখা করল কংগ্রেসের প্রতিনিধি দল।

এ দিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, মালদহ দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরি। জাফরাবাদে দেখা করার পর তাঁরা পৌঁছন বেদবোনায় যান। মূলত, যে বাড়িগুলিতে হামলা হয়েছিল, গাড়ি পুড়িয়ে দেওয়া হয় সেই সব জায়গা ঘুরে-ঘুরে পরিদর্শন করেন। এ দিন শুভঙ্কর হিংসা কবলিত এলাকার গ্রামবাসীদের প্রশ্ন করেন, “আগে এখানকার বিধায়ক কে ছিলেন?” উত্তরে গ্রামবাসী বলেন, “কংগ্রেস বা সিপিএম-এর। এখন তৃণমূলের বিধায়ক। আর কাউন্সিলরও এখন তৃণমূলের। উনি যাওয়ার দশ মিনিটের মধ্যেই তাণ্ডব শুরু হয়ে গেল।”

উল্লেখ্য, আজ ঈশা-শুভঙ্করকে দেখেই কার্যত কান্নায় ভেঙে পড়েন সকলে। বারবার জানাতে থাকেন কীভাবে তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, টাকা-পয়সা থেকে জামা-কাপড় নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।