Murshidabad Unrest: আগেই গিয়েছেন পুলিশের ডিজি, এবার ‘অশান্ত’ মুর্শিদাবাদে চলে এলেন BSF-র আইজি, বললেন বড় কথা
Murshidabad Unrest: সামশেরগঞ্জ থেকেই করণি সিং সেখাওয়াত বললেন, “যতদিন পুলিশ চাইবে ততদিনই বিএসএফ এই এলাকায় মোতায়েন থাকবে। জওয়ানদের সবদিক থেকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”

সামশেরগঞ্জ: আগেই মাঠে নেমেছিল বিএসএফ। শনিবার রাতেই কলকাতা হাইকোর্টের রায়ে মাঠে নেমেছে আধা সেনা। অশান্ত এলাকায় রাত থেকেই চলছে টহল। অন্যদিকে শনিবার সন্ধ্যা নাগাদ সামশেরগঞ্জে পৌঁছে যান খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এবার এলাকার পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখতে সামশেরগঞ্জে পৌঁছলেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল করণি সিং শেখাওয়াত। যে এলাকায় বিএসএফকে গুলি চালাতে হয়েছে এবং বিএসএফের গাড়ি আক্রান্ত হয়েছে, সেই এলাকা-সহ বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি। দিলেন বড় বার্তা।
সামশেরগঞ্জ থেকেই করণি সিং শেখাওয়াত বললেন, “যতদিন পুলিশ চাইবে ততদিনই বিএসএফ এই এলাকায় মোতায়েন থাকবে। জওয়ানদের সবদিক থেকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশৃঙ্খলাকে কোনওভাবেই বরাদাস্ত করা হবে না। পুলিশকে সব রকম ভাবে সাহায্য করা হচ্ছে। তবে আমরা কতদিন থাকি তা পুরোটাই নির্ভর করছে পুলিশের উপর।”
সূত্রের খবর, শনিবার রাতেও নতুন করে অশান্তি ছড়ায় সামশেরগঞ্জের একাধিক প্রান্তে। হিজলতলায় বিএসএফের গাড়িতে ভাঙচুর চলেছে বলে জানা যাচ্ছে। সকাল থেকে গোটা এলাকই থমথমে। চলছে পুলিশি টহল। কোথাও কোনও জমায়েত দেখলেই তা হটিয়ে দিচ্ছে পুলিশ, আধাসেনা। পাশাপাশি চলছে বিএসএফের টহল। ধুলিয়ান পৌরসভার বিভিন্ন এলাকা ও পাশের গ্রাম সংলগ্ন এলাকায় পুলিশের নজরদারি জারি আছে বলে জানা যাচ্ছে।





