বেলডাঙা: পূর্ব বর্ধমানের কাটোয়া কার্তিক লড়াইয়ের জন্য বিখ্যাত। কাটোয়ার পাশাপাশিতে মুর্শিদাবাদের বেলডাঙাতেও ধুমধাম করে হয় কার্তিক পুজো। কার্তিক পুজোর শোভাযাত্রা উপলক্ষে সেখানে ভিড় জমান প্রচুর মানুষ। শনিবার কার্তিক লড়াই উপলক্ষে বেলডাঙায় গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বেলডাঙার রাস্তা দিয়ে তিনি যখন হেঁটে যাচ্ছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন বেলডাঙা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। কার্তিক লড়াইয়ের দিন প্রতিপক্ষ দুই রাজনৈতিক দলের নেতার সৌজন্য সাক্ষাতের সাক্ষী থাকলেন বেলডাঙাবাসী। কাদা ছোড়াছুড়ির রাজনৈতিক আবহে এই দৃশ্য নিশ্চিত ভাবেই বিরল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
কার্তিক পুজোর শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে হয়, সে জন্য সবরকম ব্যবস্থা করে বেলডাঙা পুরসভা। সেখানকার নেতাজি পার্কে পুরসভার তরফে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন বেলডাঙা পুরসভার চেয়ারম্যান। দিলীপ ঘোষও সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই অনুরাধা দেখা করেন দিলীপের সঙ্গে। দুজনের মধ্যে আলাপচারিতাও হয়। একে অপরকে অভিবাদনও জানান।
তৃণমূল এবং বিজেপি এই রাজ্যের রাজনৈতিক পরিসরে দুই যুযুধান পক্ষ। কিন্তু তৃণমূলের পুরপ্রধানের সঙ্গে বিজেপি সাংসদের সাক্ষাত নিশ্চিত ভাবেই রাজনৈতিক সৌজন্যের উদাহরণ। এ প্রসঙ্গে বেলডাঙা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “দিলীপ ঘোষ বেলডাঙায় এসেছেন। আমি এখানকার পুরসভার প্রধান। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম। উনি যেহেতু এখানে এসেছেন, উনাকে বেলডাঙার কার্তিক পুজো উপভোগ করতে বললাম।” রাজনৈতিক প্রতিপক্ষ প্রসঙ্গে অনুরাধা বলেছেন, “উনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ ঠিকই। কিন্তু আজকে উৎসবের দিন। উৎসবের দিন যিনিই বেলডাঙায় আসবেন তিনিই আমার কাছে অতিথি। তাই আমি চাইব, উনি কার্তিক পুজো উপভোগ করুন।” যদিও এ নিয়ে দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।