Domkol: বাম-কং জোটের পঞ্চায়েত অফিসে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 05, 2024 | 10:32 AM

Murshidabad: সভা চলাকালীনই শুরু হয় বিশৃঙ্খলা, শুরু হয় ধাক্কাধাক্কি। তারপরেই পঞ্চায়েত থেকে বেরিয়ে যান তৃণমূল সদস্যরা। অভিযোগ, কিছুক্ষণ পরে তৃণমূলের এক নেতা এসে পঞ্চায়েতের ভিতরেই গালাগালি ও দাদাগিরি দেখান বলে অভিযোগ প্রধান-সহ সিপিআইএম কংগ্রেস জোট পঞ্চায়েত সদস্যদের

Domkol: বাম-কং জোটের পঞ্চায়েত অফিসে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল
পঞ্চায়েত অফিসে ভাঙচুরের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: সিপিএম কংগ্রেস জোট চালিত পঞ্চায়েতে ঢুকে তৃণমূলের দাদাগিরির অভিযোগ। চেয়ার-টেবিল ভাঙচুর। বেপরোয়া লুঠপাট। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা বহিরাগতদের নিয়ে এসে পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালিয়েছেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদের ডোমকলের ৬ নম্বর ভাগীরথপুর পঞ্চায়েত অফিসে।
যদিও অভিযোগ অস্বীকার  করেছেন তৃণমূল নেতারা।

ডোমকলের ৬ নম্বর ভগীরাথপুর পঞ্চায়েত সিপিএম-কংগ্রেসের জোট পরিচালিত। বৃহস্পতিবার ছিল সাধারণ সভা। সেখানে আগামী দিনের কাজকর্ম নিয়ে চলছিল আলোচনা। কিন্তু বিরোধী অর্থাৎ তৃণমূল সদস্যদের আগামী দিনের কাজ চাওয়া-পাওয়া নিয়ে অপছন্দ হতেই গন্ডগোল।

সভা চলাকালীনই শুরু হয় বিশৃঙ্খলা, শুরু হয় ধাক্কাধাক্কি। তারপরেই পঞ্চায়েত থেকে বেরিয়ে যান তৃণমূল সদস্যরা। অভিযোগ, কিছুক্ষণ পরে তৃণমূলের এক নেতা এসে পঞ্চায়েতের ভিতরেই গালাগালি ও দাদাগিরি দেখান বলে অভিযোগ প্রধান-সহ সিপিআইএম কংগ্রেস জোট পঞ্চায়েত সদস্যদের। যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ।

স্থানীয় তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, “পঞ্চায়েতের সাধারণ সভা ছিল। সেটা পূর্ব নির্ধারিত। সেই মতো, আমাদের দলের এক জন সদস্য পঞ্চায়েতে গিয়েছিল। বিরোধী দলনেতাও যান। আমাদের যে স্কিমগুলো দাবি ছিল, সেগুলো লিখিত আকারে জমা দেয়। কিন্তু ওরা আমাদের মহিলা সদস্য় ও বিরোধী দলনেতাকে গালিগালাজ করতে থাকে। আমরা কোনও ভাঙচুর করিনি। তারা কোনও ভিডিয়ো ফুটেজ দিতে পারবে না। তারা নিজেরাই চেয়ার টেবিল ভাঙচুর করে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।”

Next Article