
মুর্শিদাবাদ: শনিবার অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। রাত হতেই কাশ্মীর,পঞ্জাব, রাজস্থানের মতো একাধিক জায়গায় গোলাগুলি চালায় পাক সেনা। ভারত-পাকিস্তান এই সংঘাতের মধ্যেই এবার বাংলায় উদ্ধার হল ড্রোন। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হয়েছে এই ড্রোন।
স্থানীয় সূত্রে খবর, রবিবার মুর্শিদাবাদের নিমতিতায় উদ্ধার সন্দেহজনক ড্রোন। গতকাল রাতে নিমতিতার সীমান্তবর্তী এলাকা বড়জদিহি থেকে সন্দেহজনক ড্রোন উদ্ধার করে নিমতিতা ৭১ নম্বর সীমা সুরক্ষা বল। কিন্তু কে বা কারা এই ড্রোন ফেলে গেছে, কারা এই ড্রোন ব্যবহার করেছে তা খতিয়ে দেখছে বিএসএফ।
প্রসঙ্গত, আজ পঞ্জাবের অমৃতসর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও আরডিএক্স উদ্ধার হয়েছে। পঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথ তল্লাশি অভিযান চালাছিল শেখ ভাটি গ্রামে। সেই সময়ই জওয়ানদের নজরে পড়ে বিস্ফোরকগুলি। জানা যাচ্ছে, তল্লাশিতে উদ্ধার হয়েছে ২.৭ কেজি বিস্ফোরক, ২টো হ্যান্ড গ্রেনেড, ২ ডিটোনেটর, ২টো পিস্তল, ৪ ম্যাগাজিন এছাড়াও আইইডি সার্কিট। জওয়ানরা জানিয়েছেন, একটি হলুদ প্যাকেটের ড্রোনের সাহায্য়ে এইগুলি ফেলে রাখা ছিল। এ দিকে, এত পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই আরও নড়েচড়ে বসেছে গোয়েন্দারা। অমৃতসর জুড়ে কার্যত চিরুনি তল্লাশি চলানো হয়। ফলত, এবার ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এই ড্রোন নিতান্তই চাঞ্চল্য ছড়িছে।