Murshidabad: জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র ডোমকল, দেদার বোমাবাজি, চলল গুলি

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Aug 03, 2023 | 9:23 PM

Murshidabad: গুলিবিদ্ধ হয়েছেন সাহাবুদ্দিন বিশ্বাস (২৬) এবং মোজাম্মেল বিশ্বাস (৩৫) নামে দুই ব্যক্তি। ভর্তি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।

Murshidabad: জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র ডোমকল, দেদার বোমাবাজি, চলল গুলি
ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ডোমকল: জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন থেকে চলছিল বিবাদ। কিন্তু, কিছুতেই মিটছিল না সমস্যা। বৃহস্পতিবারই সেই বিবাদ চরমে ওঠে। তাতেই রণক্ষেত্রের চেহারা নিল ডোমকল। চলল গুলি, দেদার বোমাবাজিতে কেঁপে উঠল গোটা এলাকা। এদিন সন্ধ্য়াবেলা এ ঘটনা ঘটেছে ডোমকলের (Domkal) মধুরকুল অঞ্চলের সব্দলপুর এলাকায়। গুলিবিদ্ধ হয়েছেন সাহাবুদ্দিন বিশ্বাস (২৬) এবং মোজাম্মেল বিশ্বাস (৩৫) নামে দুই ব্যক্তি। ভর্তি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। 

গুলি চালানোর অভিযোগ উঠেছে সাহাবুদ্দিন, মোজাম্মেলের প্রতিবেশী ইউসুফ বিশ্বাস, সইদুল বিশ্বাসের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। চলছে পুলিশি টহল।

ঘটনায় সাহাবুদ্দিন বিশ্বাস বলছেন, “জমি নিয়ে ওদের সঙ্গে আমাদের অনেকদিন থেকে ঝামেলা চলছিল। আমার সেজ মা, ছোট মা সকালে নিজেদের কাজে যাচ্ছিল। তখন মাজদুল বিশ্বাস, রবিউল বিশ্বাস, সেন্টু বিশ্বাস ওদের মারধর করে। ওদের কাছে থাকা ৫ হাজার টাকা ও একটা মোবাইল ছিনিয়ে নেয়। তারপরই আমরা থানায় আসি। অভিযোগ দায়ের করি। বিকালে ওরা আবার আমাদের উপর চড়াও হয়। দোতলা থেকে বোমা ছোঁড়ে। ইউসুফ বিশ্বাস, সইদুল বিশ্বাস গুলি চালায়।”

Next Article