
জিয়াগঞ্জ (মুর্শিদাবাদ): সেলেব হলেও মাটির মানুষ। তাই হয়ত সুদূর বিদেশ থেকে ছুটে আসেন পপতারকা শিরান। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে পা দিয়েই শিরান বুঝতে পারেন গোটা গ্রাম বুঁদ রয়েছে অরিজিতের কন্ঠে। অরিজিতের বাড়িতে যেতে যেতেই শুনে ফেলেন গায়কের স্কুটিতে ঘোরার গপ্পো। এমনকী শুনে ফেলেন শুধু সেলফি তোলার জন্য অরিজিতের বাড়ির সামনে পড়ে লম্বা লাইন। যার ঝুলিতে প্রচুর পুরস্কার, বলিউডের একটার পর একটা হিট গান সেই অরিজিত যেন একেবারেই পাশের বাড়ির ছেলে। সেই ম্যাজিক দেখতেই অনুরাগীর বেশে অরিজিতের সঙ্গে সাক্ষাৎ শিরানের।
সোমবার বেঙ্গালুরু থেকে এড শিরান হাজির হন কলকাতায়। তারপরই ছুটলেন অরিজিতের সঙ্গে দেখা করতে। হাজির সটান জিয়াগঞ্জের বাড়ি। তারপর চড়লেন নৌকা। লাখো-লাখো মানুষের মতো ব্রিটিশ এই পপস্টারও যে অরিজিতের ভক্ত তা দেখে বোঝা গেল এই ঘটনায়। এ দিন জিয়াগঞ্জের গঙ্গায় শিবতলা ফেরিঘাটে নৌকায় চড়েন অরিজিৎ সিং ও শিরান। শিবতলা ঘাট থেকে জিয়াগঞ্জ ঘাট পার করে সাগরদিঘি পর্যন্ত যান তিনি।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে লন্ডনের একটি কনসার্টে শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করেন অরিজিৎ। উভয়ের যুগলবন্দিতে মেতে ওঠেন সাধারণ মানুষ। জম-জমাটি আড্ডা-গানে জলসা ভরে ওঠে। এরপর ভারতে পা রাখতেই বেস্ট ফ্রেন্ডসের সঙ্গে দেখা করতে সুদূর জিয়াগঞ্জে ছুটে এলেন পপস্টার।