Murshidabad Murder: শ্বশুরবাড়ি থেকে গর্ভবতী মেয়েকে আনতে গিয়েছিল বৃদ্ধ বাবা, ঘরে ফিরল নিথর দেহ

Murshidabad News: অভিযোগ, শুধু বৃদ্ধকে মারধরই নয় তাঁর মেয়েকেও ঘরে আটকে রাখা হয়। উত্তেজনার মাঝেই খবর যায় পুলিশের কানে। পরবর্তীতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তাঞ্জিলের পরিবারের সদস্যদের অভিযোগ, পণের জন্য তাঁদের মেয়ের উপর দীর্ঘদিন থেকেই অত্যাচার চলত।

Murshidabad Murder: শ্বশুরবাড়ি থেকে গর্ভবতী মেয়েকে আনতে গিয়েছিল বৃদ্ধ বাবা, ঘরে ফিরল নিথর দেহ
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 18, 2025 | 4:47 PM

মুর্শিদাবাদ: মেয়ে গর্ভবতী। তাঁকে আনতেই মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিল বাবা। কিন্তু, কে জানত সেখান থেকে ফিরবে তাঁর নিথর দেহ। লোহার রড দিয়ে মেরে বৃদ্ধকে খুনের অভিযোগ উঠল মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার হাটপাড়া এলাকায়। মৃতের নাম তাঞ্জিল শেখ (৬৫)। বাড়ি সুতি থানার খাঁপুর ছাবঘাটি এলাকায়।

মেয়ের বিয়ে হয়েছে রঘুনাথগঞ্জ থানার হাটপাড়ায়। এদিন গর্ভবতী মেয়েকে আনতে হাটপাড়ায় আসেন বৃদ্ধ। স্থানীয় সূত্রে খবর, সেখানেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর ব্যাপক কথা কাটাকাটি হয়। অভিযোগ বচসার এক পর্যায়ে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন লাঠি-রড নিয়ে তাঞ্জিলের উপর চড়াও হন। বেধড়ক মারধর করা হয়। তাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই বৃদ্ধ। 

অভিযোগ, শুধু বৃদ্ধকে মারধরই নয় তাঁর মেয়েকেও ঘরে আটকে রাখা হয়। উত্তেজনার মাঝেই খবর যায় পুলিশের কানে। পরবর্তীতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তাঞ্জিলের পরিবারের সদস্যদের অভিযোগ, পণের জন্য তাঁদের মেয়ের উপর দীর্ঘদিন থেকেই অত্যাচার চলত। চাপ দেওয়া হত তাঁদের উফরেও। এরইমধ্যে মেয়েকে আনতে তাঞ্জিল মেয়ের শ্বশুরবাড়ি গেলে ফের একবার তীব্র ঝামেলা হয়। কিন্তু, এভাবে মৃত্যু হয়ে যাবে তা ভাবতে পারেননি কেউ। পুলিশেও অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যও রয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্য়েই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের পরিবারের সদস্যদেরও। একইসঙ্গে তদন্ত চলছে যে জায়গায় মৃত্যু হয়েছে সেখানেও।