মুর্শিদাবাদ: জাল আধার কার্ডের রমরমা মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘীতে। বেশ কিছুদিন ধরেই স্থানীয় এলাকায় জাল আধার কার্ড ছেয়ে গিয়েছে বলে বিজেপির অভিযোগ। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। বিজেপি (BJP) নেতার দাবি, প্রশাসনের মদতেই জাল আধার কার্ড বানাতে পারছে কিছু অসাধু ব্যক্তি।
অবশেষে সাগরদিঘীতে জাল আধার কার্ড চক্র ধরা পড়ল পুলিশের জালে। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মারাত্মক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, “জাল আধার কার্ড তৈরি করে বাংলাদেশিদের কাছে বিক্রি করা হয়।” তিনি আরও বলেন, “প্রশাসনের সহযোগিতায় অনুপ্রবেশকারীদের আধার কার্ড করে দেওয়া হচ্ছে।”
ভুয়ো আধার কার্ড কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছেন গৌরীশঙ্কর ঘোষ। তিনি মনে করেন, এর সঙ্গে যুক্ত আছেন তৃণমূলের প্রভাবশালী নেতারা। অন্যদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। সাগরদিঘীর পুলিশ জানিয়েছে, যারা জাল আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।