জাল সিম কার্ড তৈরির হদিশ সামসেরগঞ্জে, ধৃত কারবারি
ধৃতকে জিজ্ঞাসাবাদে করে নানা তথ্য জানা যায়। ধৃত (Arrested) যুবক স্বীকার করে সে ভুয়ো সিম কার্ড তৈরি করত।
মুর্শিদাবাদ: জাল আধার কাণ্ডের পর এবার নকল সিম কার্ড তৈরির হদিশ। মুর্শিদাবাদের (Murshidabad) সামসেরগঞ্জে সিম কার্ড জালিয়াতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে হাউসনগর বাজারে বিশেষ অভিযান চালায় সামসেরগঞ্জ থানার পুলিশ (Police)। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি বায়োমেট্রিক স্ক্যানার, ছটি মোবাইল ফোন, একটি ক্যামেরা।
ঘটনার জেরে ৩১ বছরের মোক্তার হাসান নামে সামসেরগঞ্জের হাউসনগরের এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য জানা যায়। ধৃত যুবক স্বীকার করে সে ভুয়ো সিম কার্ড তৈরি করত। আরও জানা যায়, কৌশল বশে জাল আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে জাল সিম কার্ডেরও কারবার চলত।
গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সমস্ত জাল সিম কার্ড নিষ্ক্রিয় করার জন্য মোবাইল সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ধৃতকে সাত দিনের পুলিশি রিমান্ড চেয়ে কোর্টে পাঠানো হয়েছে। জঙ্গিপুরের পুলিশ সুপার ওয়াই রঘুভংশী জানিয়েছেন, “এখনও তদন্ত চলছে। দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।”
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ পরিষেবা বোলপুর পুরসভার, সমস্যার কথা জানাতে পারবে আমজনতা