Murshidabad Unrest: সামশেরগঞ্জে কুপিয়ে ‘খুন’ বাবা-ছেলেকে, পুলিশকে দেহ তুলতে বাধা, গ্রামে নামল BSF

Murshidabad Unrest: ইতিমধ্যেই পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে পুলিশের তরফে। কোনওভাবেই গুজবে কান দেওয়া যাবে না, বলছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

Murshidabad Unrest: সামশেরগঞ্জে কুপিয়ে ‘খুন’ বাবা-ছেলেকে, পুলিশকে দেহ তুলতে বাধা, গ্রামে নামল BSF
চাপা উত্তেজনা গোটা এলাকায় Image Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 12, 2025 | 5:03 PM

সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির মধ্যেই বাবা-ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা সামশেরগঞ্জের রানিপুরের জাফরাবাদে। জ্বালিয়ে দেওয়া হল বাড়ি-ঘর-টোটো। পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গেলে দেহ তুলতে বাধা গ্রামবাসীদের। এলাকায় টহল দিচ্ছে বিএসএফ। 

অভিযোগ, বাবা ও ছেলেকে প্রথমে পেটানো হয়েছে, তারপর ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশকে বারবার ডাকা হলেও তারা নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি। এরইমধ্যে দেহ তুলতে এলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। তপ্ত হয়ে ওঠে রানিপুরের জাফরাবাদ। উত্তেজনার ছবি আশপাশের গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, রাতভর এলাকায় দাপট চলেছে দুষ্কৃতীদের। কিন্তু তখন কোথায় ছিল পুলিশ? 

ক্ষোভের সুরেই এলাকার এক বাসিন্দা বলছেন, “পুলিশকে একশোবার ফোন করা হয়েছে। কেউ ফোন তোলে না। আমরা দেহ তুলতে দেব না। আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে?” পাশে দাঁড়িয়ে এক মহিলা বললেন, “আমরা বাচ্চা নিয়ে লুকিয়ে থেকেছি। শুধু বোমাবাজি হয়েছে। পুলিশকে ফোন করেছি, কেউ আসেনি। আমাদের দায়িত্ব কে নেবে?”   

এদিকে ইতিমধ্যেই পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে পুলিশের তরফে। কোনওভাবেই গুজবে কান দেওয়া যাবে না, বলছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।