মুর্শিদাবাদ: পারিবারিক অশান্তির কারণে প্রায়শই ঝামেলার খবর শোনা যায় দুই ভাইয়ের মধ্যে। কখনও-কখনও আবার উঠে আসে সম্পত্তির জন্য বাবা-মায়ের উপর সন্তানদের অত্যাচারের কথা। তবে এবার অন্য ঘটনা। পারিবারিক অশান্তি কারণে নিজেদের ছেলেকেই লক্ষ্য করে বোমা ছুঁড়লেন বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি মুর্শিদাবাদ ভাগবানগোলা থানা চায়পাড়া নেওয়াখানা এলাকার।
সূত্রের খবর, অভিযুক্তের নাম আসারুল শেখ। তাঁর দুই ছেলে সুমন শেখ ও রিমন শেখ। শুক্রবার রাতে পারিবারিক অশান্তি বাধে ছেলেদের সঙ্গে বাবার। সেই সময় হঠাৎই ছেলেদের লক্ষ্য করে তিনটি তাজা বোমা ছোড়েন বাবা। বোমের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। তৎক্ষনাত এলাকাবাসী এসে উপস্থিত হয় সেখানে। ঘটনাস্থলে পৌঁছায় ভাগবানগোলা থানার পুলিশ।পুলিশ উদ্ধার করে তিনটি তাজা সকেট বোমা।ঘটনার পর থেকেই চম্পট দেয় আসারুল সেখ ও তার দুই ছেলে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকার প্রধান জানান, “গতরাতে আসারুল পারিবারিক একাধিক কারণে ক্ষোভে-অভিমানে নিজের ছেলেদের উপর বোমা মারে। এরপর বোমা ফাটার আওয়াজ হয়। এলাকায় এসে দেখি জখম হয়েছেন তার ছেলে। আমি ওসিকে ফোন করি। তারপর বোমাস্কোয়াড, সিআইডি প্রত্যেকে এসেছিলেন। গতকাল রাতে আসারুলের বাড়িতে তিনটে বোমা পাওয়া যায়। পরে বোমা স্কোয়াড এসে বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায়।”
প্রসঙ্গত, বোমাবাজির ঘটনা এই প্রথম নয়। পুরভোটের সময়ও লাগাতার অশান্তির খবর আসতে শুরু করে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড। সেখানে তৃণমূল প্রার্থী রোশনিহারা বিবির স্বামী তথা ধুলিয়ান পুরসভার প্রাক্তন প্রশাসক মেহবুব আলমকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, গত শুক্রবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ একদল দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ করে বোমা মারে বলে অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম হন মেহবুব। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামশেরগঞ্জ থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।
আরও পড়ুন: Saokat Molla: ‘দেশ স্তব্ধ করে দেব’ বারাণসীতে মমতাকে কালো পতাকা দেখানোয় বিজেপিকে হুমকি শওকতের!