Firearms recover: মুর্শিদাবাদ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও শতাধিক কার্তুজ

Murshidabad: বাড়ি ডোমকল থানার জুগিন্দা মালোপাড়া এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, চার রাউন্ড সেভেন এমএম কার্তুজ, ও ১২ বরের ৯৮ টি কার্তুজ উদ্ধার হয়। গতকাল রাতে গোপন সূত্রে এই খবর পায় ডোমকল থানার পুলিশ।

Firearms recover: মুর্শিদাবাদ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও শতাধিক কার্তুজ
ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্রImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 28, 2025 | 4:56 PM

মুর্শিদাবাদ: কখনও বোমা উদ্ধার, কখনও বা বোমা বিস্ফোরণ। মুর্শিদাবাদ থেকে লাগাতার এমন খবর উঠে আসে। আর এবার উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও শতাধিক কার্তুজ। ঘটনাস্থল ডোমকল। এই ঘটনায় গ্রেফতার এক। ধৃতের নাম আশরাফুল মণ্ডল।

বাড়ি ডোমকল থানার জুগিন্দা মালোপাড়া এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, চার রাউন্ড সেভেন এমএম কার্তুজ, ও ১২ বরের ৯৮ টি কার্তুজ উদ্ধার হয়। গতকাল রাতে গোপন সূত্রে এই খবর পায় ডোমকল থানার পুলিশ। তারপর ঝাওবেরিয়া মহরম তলা গ্রাউন্ডে হানা দেয় টিম। এই ঘটনায় আশরাফুল মণ্ডলকে  আটক করা হয়। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। ধৃতকে আজ সোমবার পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে।

তবে ডোমকল নয়, একই সঙ্গে বিহারের সামশেরগঞ্জ থেকেও অস্ত্র উদ্ধার হয়। তবে সেই ঘটনায় মিলেছে বিহার যোগ। রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডাকবাংলা সংলগ্ন ঘোড়ামারা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল থাকা দুই যুবককের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও চারটি কার্তুজ।