Kandi road accident: পুণ্যস্নান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই শেষ ৫ জন

Murshidabad Road Accident: জানা গিয়েছে, রবিবার সকালে ট্রেকারে করে কুড়ি জন পুণ্যার্থী স্নান করে বাড়ি ফিরছিলেন। তাঁরা সকলেই গিয়েছিলেন অজয় নদে বেলে স্নান করতে। বস্তুত, বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় মকর সংক্রান্তির দিন অজয় নদে 'বেলে স্নান' একটি ঐতিহ্যবাহী প্রথা।

Kandi road accident: পুণ্যস্নান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই শেষ ৫ জন
পথ দুর্ঘটনায় মৃত্যু Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 22, 2025 | 12:21 PM

কান্দি: সাত-সকালে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল পাঁচজন পুণ্যার্থীর। জানা গিয়েছে, বীরভূম থেকে পুণ্যস্নান করে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রবিবারের এই ঘটনায় তুমুল হইচই।

জানা গিয়েছে, রবিবার সকালে ট্রেকারে করে কুড়ি জন পুণ্যার্থী স্নান করে বাড়ি ফিরছিলেন। তাঁরা সকলেই গিয়েছিলেন অজয় নদে বেলে স্নান করতে। বস্তুত, বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় মকর সংক্রান্তির দিন অজয় নদে ‘বেলে স্নান’ একটি ঐতিহ্যবাহী প্রথা। এই দিন পুণ্যার্থীরা স্নান করে কবি জয়দেবের প্রতি শ্রদ্ধা জানান। পুণ্য স্নান করেই ফিরছিলেন তাঁরা। কিন্তু পথেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।

জানা যাচ্ছে, পুণ্যার্থী ভর্তি ওই ট্রেকারটি মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপরে গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে দাঁড়িয়ে ছিল। আচমকা একটি দ্রুতগতির ডাম্পার সজোরে ধাক্কা মারে এই যাত্রীবাহী ট্রেকারটিতে। ঘটনার জেরে গাড়ির চালকসহ মৃত্যু হয় মোট পাঁচজনের। এখনও পর্যন্ত একজন পুরুষ ও চারজন মহিলার মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। মৃত আহতদের সকলের বাড়ি হরিহরপাড়া রুকুনপুর বলে জানা গিয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “এরা পুণ্যস্নান করে ফিরছিলেন। বহরমপুরের দিকে যাচ্ছিলেন। ডাম্পারের সঙ্গে ট্রেকারের সংঘর্ষ হয়। ট্রেকারটি পুরো উল্টে যায়। দুমড়ে মুচড়ে ছারখাড় হয়ে গিয়েছে। এই ঘটনায় ৪ জন মহিলা মারা গিয়েছেন। আরও একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক।”