e Humayun Kabir: রেজিনগরে গিয়ে হুমায়ুনের দলে যোগ দিলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই হায়দার - Bengali News | Former son in law of firhad hakim join in humayun kabir's party | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: রেজিনগরে গিয়ে হুমায়ুনের দলে যোগ দিলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই হায়দার

তবে শুধু ইয়াসিন নন, একই সঙ্গে হুমায়ুনের ছেলে তথা বেলডাঙা পঞ্চায়েত সমিতির ২ পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদও এ দিন তাঁর বাবার দলে যোগদান করেছেন। বস্তুত, এই হায়দার প্রিয়দর্শিনী হাকিমের প্রাক্তন স্বামী। প্রথমে তৃণমূল করতেন।

Humayun Kabir: রেজিনগরে গিয়ে হুমায়ুনের দলে যোগ দিলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই হায়দার
হুমায়ুন কবীরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 31, 2026 | 6:24 PM
Share

মুর্শিদাবাদ: তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর খুলেছেন নতুন দল। আর আজ ছিল সেই দলের সভা রেজিনগরে। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত এক হাত নিয়েছেন তিনি। শুধু তাই নয়, হুমায়ুনের এই সভা থেকে আজ তাঁর দলে যোগ দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দারের।

তবে শুধু ইয়াসিন নন, একই সঙ্গে হুমায়ুনের ছেলে তথা বেলডাঙা পঞ্চায়েত সমিতির ২ পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদও এ দিন তাঁর বাবার দলে যোগদান করেছেন। বস্তুত, এই হায়দার প্রিয়দর্শিনী হাকিমের প্রাক্তন স্বামী। প্রথমে তৃণমূল করতেন। কলকাতা বন্দর এলাকায় রাজ্য কমিটির পদে ছিলেন। পরে যখন ফিরহাদ হাকিমের পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে সেই সময় কংগ্রেসে যোগদান করেন। তারপর তিনি বসিরহাটের দায়িত্ব সামলাচ্ছিলেন। এরপর আজ যোগদান করলেন হুমায়ুন কবীরের দলে।

বস্তুত, দলে থাকাকালীন বারেবারে ফিরহাদ হাকিমকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছিলেন হুমায়ুন কবীর। বলেন, “আমার যেদিন মাথা গরম হবে, প্রয়োজন হলে ব্রিগেড থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে অফিসকে ঘিরব।” আক্রমণ শানাতে যদিও পাল্টা ছাড়েননি ববিও। নাম না করেই তিনি বলেছিলেন, “ধর্মনিরপেক্ষ মানুষের উপর বারবার করে আঘাত আসছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি। আর তাদের সহায়তা করছে কিছু গদ্দার, মীরজাফর। মন্দির, মসজিদের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্মান্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করে না। আমরা ঠাকুরের পথে যাব। যত মত, তত পথ।” এই আবহের মধ্যে