
মুর্শিদাবাদ: হাড়হিম ঘটনা মুর্শিদাবাদে (Murshidabad)। একই পরিবারের চার জনের উদ্ধার হল দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনটি গলাকাটা দেহ ও একটি ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলায়।
জানা যাচ্ছে, বুধবার সকাল দশটা নাগাদ দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের নাম মানিক ব্যাপারি (৪০)। স্ত্রী দোলা ব্যাপারি। আর দুই সন্তান তানহা ব্যাপারি। সে নবম শ্রেণীর ছাত্রী ও মায়েশা ব্যাপারি (৮)।
ওই পরিবার মুর্শিদাবাদের নিমলতলা এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় ফল বিক্রেতা ছিলেন পরিবারের কর্তা। এ দিন সকালে তাঁদেরই দেহ উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তি নিজের দুই মেয়ে ও স্ত্রীর গলা কেটে খুনের পর নিজে আত্মঘাতী হয়েছেন।
বাড়ির মালিক হায়দার আলি বলেন, “এই ঘটনাটা আজই জানতে পেরেছি। ওরা তো ভাড়াটিয়া। এত বেশি কী খোঁজ রাখব বলুন তো? এমনি আসে দেখি চলে যাই। ওদের বিষয়ে ঢোকা তো ঠিক হবে না। গতকালও বাচ্চাগুলো দেখেছি। ওদের ফলের দোকান ছিল। কিন্তু হঠাৎ করে এমন হয়েছে বুঝতে পারলাম না। আজ সকালে ধরুন ওই দশটার পর হঠাৎ আশাপাশের লোকজনকে দেখছি আলোচনা করতে। সেই সময় পুরো বিষয়টি আমি শুনতে পাই। তারপর তো পুলিশ আসে।”