Murshidabad: ইদের আগে মসজিদ না ভেসে যায়…, আতঙ্কে কামালপুর

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 29, 2025 | 3:25 PM

Erosion: এলাকার বাসিন্দারা বলছেন, বছরের পর বছর ঘটছে একই ঘটনা। বালির বস্তা ফেলে দিয়ে চলে যায় কেউ কেউ, তারপর বছর পেরতে না পেরতেই আবার ভেসে যায় সে সব।

Murshidabad: ইদের আগে মসজিদ না ভেসে যায়..., আতঙ্কে কামালপুর
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: একটু একটু করে ভাঙছে জমি। বাড়ির একেবারে পাশ দিয়ে বইছে নদী। যে কোনও দিন ওইটুকু সম্বলও ভেসে যেতে পারে! এমনটাই আশঙ্কা বাসিন্দাদের। তারই মধ্যে নতুন আতঙ্ক। ইদের আগেই তলিয়ে যাবে না তো মসজিদ! শুক্রবার থেকে গঙ্গায় যেভাবে নতুন করে ভাঙন শুরু হয়েছে, তাতে ভয় পাচ্ছেন মুর্শিদাবাদের কামালপুরের গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দারা।

ভাঙন রোধ করতে কোনও উদ্যোগ নেওয়া হয় না বলে অভিযোগ বাসিন্দাদের। তৃণমূলের বিধায়ক, নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। জলস্তর কমার সঙ্গে সঙ্গে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে গঙ্গার ভাঙন।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামালপুর এলাকায় শুরু হয়েছে গঙ্গার ভাঙ্গন। ভাঙ্গন রোধে দেওয়া হয়েছিল বালির বস্তা। সেখানেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই দুর্নীতির কারণে আবার পুনরায় ভাঙন শুরু বলে অভিযোগ গ্রামবাসীদের।

গ্রামের বাসিন্দা এক মহিলা বলেন, “প্রধান আসেন, মেম্বার আসেন। কিছুই হয় না। বালির বস্তা ফেলে দিয়ে চলে যায়। বছর ঘুরে আবার ধস নামে। টাকা বরাদ্দ হচ্ছে, অথচ তা দিয়ে কোনও কাজই দেখা যাচ্ছে না।”