
মুর্শিদাবাদ: শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। কাজের বেলায় ‘ফক্কা’। একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গাবক্ষে। দোতলা হোক বা এক তলা নজর থেকে যেন বাদ পড়ছে না কিছুই। ভিটে মাটি হারিয়ে এখন দিশেহারা মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দারা। কারণ গঙ্গা ভাঙনে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। কী করবেন, কোথায় যাবেন, থাকবেন কোথায়? নেই কোনও কিছুর ঠিক ঠিকানা।
এই ঘটনা নতুন নয়। প্রতিবছর বর্ষার সময় মালদহ-মর্শিদাবাদে তলিয়ে যায় একের পর এক বাড়ি। কিন্তু স্থায়ী সমাধান হয় না কেন? নির্বাচন এলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। ভোট মিটলেই চিত্রটা এক। গতবার দেখা গিয়েছিল গঙ্গাপাড়ে থাকা মন্দির তলিয়ে গিয়েছে, বাড়ি ভেঙে গিয়েছে। এই বছর দেখা যাচ্ছে একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে। ক্রমশ যেন হনহনিয়ে গ্রামের ভিতর ঢুকে পড়ছে নদী।
জানা গিয়েছে, স্থানীয় প্রশাসনের তরফে আশ্রয়হীনদের স্থানীয় একটি স্কুলে থাকার বন্দ্যোবস্ত করা হয়েছে। জমির পাট্টা বিলি করা হয়েছে। তবে তা গুটি কয়েকজনের বলে দাবি এলাকাবাসীর। অভিযোগ, অনেকেই এখনও জমি পাননি।