Murshidabad Unrest: ‘হিন্দু হওয়াটা কী আমাদের অপরাধ? আমাদের বাঁচান’, বোস যেতেই পা ধরে কাতর আর্জি জাফরাবাদের মহিলাদের

Murshidabad Unrest: একদিন আগে এলাকায় হয়ে শান্তি বৈঠক। সেখানে শাসকদলের সাংসদ-বিধায়কদের সামনে এলাকায় স্থায়ী বিএসএফ ক্য়াম্পের দাবি ওঠে। এদিন ফের রাজ্যপালের সামনে সেই একই দাবি জানাতে দেখা যায় এলাকার বাসিন্দাদের।

Murshidabad Unrest: ‘হিন্দু হওয়াটা কী আমাদের অপরাধ? আমাদের বাঁচান’, বোস যেতেই পা ধরে কাতর আর্জি জাফরাবাদের মহিলাদের
এলাকায় গেল জাতীয় মহিলা কমিশনও Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 19, 2025 | 1:07 PM

জাফরাবাদ: মমতার ‘অনুরোধ’ উড়িয়ে মুর্শিদাবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য়পালের সামনেই উঠল ‘জাস্টিস’ স্লোগান। ‘হিন্দু হওয়াটা কী আমাদের অপরাধ, আমাদের বাঁচান!’ রাজ্যপালের পা ধরে আর্তি দুর্গত মহিলাদের। রাজ্যপালের তাঁর সাফ কথা, ‘শান্তি বজায় রাখতে যা করার করব’। এদিন জাফরাবাদে হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতেও যান রাজ্যপাল। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ স্বজনহারাদের সঙ্গে কথা বলেন। পাশে থাকার আশ্বাসও দেন বোস। 

প্রসঙ্গত, একদিন আগে এলাকায় হয়ে শান্তি বৈঠক। সেখানে শাসকদলের সাংসদ-বিধায়কদের সামনে এলাকায় স্থায়ী বিএসএফ ক্য়াম্পের দাবি ওঠে। এদিন ফের রাজ্যপালের সামনে সেই একই দাবি জানাতে দেখা যায় এলাকার বাসিন্দাদের। শুক্রবার রাতেই আবার মালদহের বৈষ্ণবনগরে ঘরছাড়াদের ক্যাম্পে যান বোস। সেখানে আবার মিডিয়াকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। মাঠে নামে র‌্যাফ। স্থানীয়দের বিক্ষোভে ভেঙে যায় পুলিশের ব্যারিকেড।

অন্যদিকে একদিন আগেই জাফরাবাদে মৃত বাবা-ছেলের বাড়িতে যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা। অন্যদিকে ইতিমধ্যেই রাজ্য়ে এসে গিয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তাঁরাও ঘুরে দেখছেন হিংসাদীর্ণ এলাকা। এদিন তাঁরাও ঘোরেন মুর্শিদাবাদের নানা প্রান্তে। তাঁদের সামনেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এলাকার মহিলাদের। তাঁদের সামনেও ফের স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিতে উঠে স্লোগান।