Murshidabad: ছেলেটার হাঁটাচলা দেখেই হয়েছিল সন্দেহ, তার কাছ থেকেই যা বেরল…

Murshidabad: জানা গিয়েছে, আটক হওয়া যুবকের হাঁটাচলা-গতিবিধি দেখেই সন্দেহ হয়েছিল জিআরপির। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন। আর তখনই তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১০২ গ্রাম ব্রাউন সুগার।

Murshidabad: ছেলেটার হাঁটাচলা দেখেই হয়েছিল সন্দেহ, তার কাছ থেকেই যা বেরল...
গ্রেফতার হওয়া যুবকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 24, 2025 | 9:15 PM

মুর্শিদাবাদ: রেলওয়ে স্টেশনে চলছিল লাগাতার তল্লাশি। সেই তল্লাশির চলার সময়ই এক যুবক পাকড়াও। তাঁর কাছ থেকে যা উদ্ধার হল দেখে কার্যত স্তম্ভিত পুলিশ। মুর্শিদাবাদের নিউ ফরাক্কা রেলওয়ে স্টেশনের ঘটনা। সেখানেই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক যুবক আটক হন।

জানা গিয়েছে, আটক হওয়া যুবকের হাঁটাচলা-গতিবিধি দেখেই সন্দেহ হয়েছিল জিআরপির। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন। আর তখনই তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১০২ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। তারপরই গ্রেফতার হয় অভিযুক্ত।

জিআরপির আইসি প্রশান্ত রায় এই ঘটনার পর জানিয়েছেন, নিউ ফারাক্কা স্টেশন পড়ে গিয়েছে এর আগেও এই ধরনের ব্রান্ড সুগার সহ গ্রেফতার হয়েছে একাধিক দুষ্কৃতী। এই স্টেশনকেই তারা বেছে নেয় বেশিরভাগ সময় হাত বদলের জন্য। সেই কারণে ফরাক্কার আরপিএফ ও জিআরপির তৎপরতায় নজরদারি চলে প্রতিনিয়ত নিউ ফারাক্কা স্টেশনে। সেই মতো আজ শনিবারও চলল আরপিএফ ডিউটি চালাচ্ছিল। তাঁদের চোখ ফাঁকি দিয়ে এই যুবক পালানোর চেষ্টা করেন। কিন্তু হল না। নজরে সেই পড়ে গেল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল, একটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম-ঠিকানা গোপন রাখা হয়েছে।