
মুর্শিদাবাদ: গত কয়েকমাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে। বাংলাদেশি সন্দেহে গ্রেফতারও করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশায় বাংলার ফেরিওয়ালাদের হেনস্থার অভিযোগ উঠল। বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের ১০ জন ফেরিওয়ালাকে আটক করেছে ওড়িশা পুলিশ। থানায় কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পরও বিস্কুট ছাড়া কিছু খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
পেশার তাগিদে ওড়িশা যান পূর্ব মেদিনীপুরের ৫ জন ও মুর্শিদাবাদের ৫ জন ফেরিওয়ালা। জানা গিয়েছে, সোমবার রাতে কাজ সেরে ভাড়াবাড়িতে খেতে বসেছিলেন তাঁরা। সেইসময় পুলিশ এসে বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করে। থানায় নিয়ে যায়। এক ভিডিয়ো বার্তা ফেরিওয়ালারা বলেন, “আমরা ব্যবসার জন্য এখানে এসেছি। আমাদের বাংলাদেশি বলে সন্দেহ করে সোমবার রাতে পুলিশ নিয়ে আসে। ২ গাড়ি পুলিশ এসেছিল। আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব, যাতে আমাদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়।”
থানায় তাঁদের শুধু বিস্কুট খেতে দেওয়া হয় বলে অভিযোগ। নথিপত্র যাচাইয়ের নামে মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ বাংলার ওই ফেরিওয়ালাদের। তাঁরা বলেন, আগে তথ্য যাচাইয়ের জন্য নথি দিয়েছিলেন। তারপরও ফের তাঁদের তুলে আনা হয়। আটক ফেরিওয়ালাদের পাশে দাঁড়িয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। এভাবে বাংলাদেশি সন্দেহে ফেরিওয়ালাদের তুলে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা করেছে তারা।
প্রসঙ্গত, সোমবার ওড়িশার জগৎসিংপুর জেলায় সন্দেহজনক বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে একটি বাড়ি ভেঙে দেয় পুলিশ। তারপর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ওড়িশার ৫টি জেলায় তল্লাশি অভিযান চালানো হয়।