মুর্শিদাবাদ: সুপ্রিম রায়ে বাতিল হয়েছে একই স্কুলে ২১ জন শিক্ষিকার চাকরি। বৃহস্পতিবার রায় ঘোষণা হওয়ার পর দুশ্চিন্তায় স্কুলের প্রধান শিক্ষিকা। মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা কয়েক হাজার। এতজন শিক্ষিকার চাকরি একসঙ্গে বাতিল হলে স্কুল চলবে কী করে!অনিশ্চয়তায় স্কুলের ভবিষ্যৎ। বৃহস্পতিবার সকালে এই খবর আসতেই স্কুলে নেমে এসেছে চরম হতাশা ও শোকের ছায়া।
বিদ্যালয়ে মোট শিক্ষিকার সংখ্যা ছিল ৬২। তার মধ্যে ২১ জনের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ফলে প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন, “আগামিকাল (বৃহস্পতিবার) থেকেই স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। প্রায় চার হাজার ছাত্ রয়েছে স্কুলেরী। এই স্কুল চালানো এখন অত্যন্ত কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
চাকরি হারানো শিক্ষিকারা চোখের জল ফেলতে ফেলতে জানান, তাঁরা কখনই কোনও অন্যায় বা দুর্নীতির মাধ্যমে এই চাকরি পাননি। বরং যারা দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ভাল হত। এমনটাই মনে করছেন তাঁরা। নিরপরাধ হয়েও চাকরি হারাতে হল তাঁদের! এমনটাই বলছেন শিক্ষিকারা।