
ক্ষমতার আস্ফালন নাকি শুধুই ধর্মীয় আবেগ? ভোটের বাদ্যি বাজার আগে রাজনীতির অলিগলিতে এখন শুধু ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন। কেন বলুন তো? কারণ, নবাবের জেলা অর্থাৎ মুর্শিদাবাদের রাজনীতিতে এখন দড়ি টানাটানি হচ্ছে মন্দির-মসজিদ নিয়ে। রোটি-কাপড়া-মোকান আর শিক্ষা-স্বাস্থ্য-কর্ম সংস্থান ছেড়ে এই ধর্মীয় ভাবাবেগের দড়ি টানাটানি করছেন রাজনীতির কুশিলবরা। একজন যখন বাবরি মসজিদ তৈরির কথা বলছেন, তখন অপরজন মন্দির নিয়ে হাঁক দিচ্ছেন। তাও আবার একটা নয়, দু’দুখানা রাম-মন্দির! ভাবতে পারছেন অবস্থাটা? কবে ঘোষণা? ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। একাধিকবার বেফাঁস মন্তব্য করে যিনি আকছাড় সংবাদ শিরোনামে থাকেন, সেই হুমায়ুন কবীর ২০২৪ সালে ঘোষণা...