Humayun on Suvendu: শুধু শুভেন্দু নয়, বাবা শিশির অধিকারীর নামও নিলেন হুমায়ুন কবীর

Humayun on Suvendu: মাস কয়েক আগে এক বিশেষ মন্তব্যে বিতর্কের মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভায় বলেছিলেন, "ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।" এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআরও হয়েছিল। আজ সেই মন্তব্যের জবাব দিলেন হুমায়ুন।

Humayun on Suvendu: শুধু শুভেন্দু নয়, বাবা শিশির অধিকারীর নামও নিলেন হুমায়ুন কবীর
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 22, 2025 | 4:43 PM

মুর্শিদাবাদ: ‘জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। রাজ্যের বহু আসনে যে তিনি প্রার্থী দেবেন, সেই ইঙ্গিত মিলেছে এদিনের সভা থেকে। ইতিমধ্যেই কলকাতা বালিগঞ্জের মতো কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবীর। এরপরই রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু মমতা নয়, সমাবেশের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকেও নিশানা করতে ছাড়েননি হুমায়ুন।

মাস কয়েক আগে এক বিশেষ মন্তব্যে বিতর্কের মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভায় বলেছিলেন, “ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।” এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআরও হয়েছিল। আজ সেই মন্তব্যের জবাব দিলেন হুমায়ুন।

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক মঞ্চ থেকে বললেন,  “বিজেপিকে সতর্ক করছি। আপনি বলেছিলেন, মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে নাকি রাস্তায় ফেলে দেবেন। আমরা জিতেই বিধানসভায় যাব। ২০০ আসনে লড়াই করলে ১০০ আসনে জিতব। তার মধ্যে ৭০ জন মুসলিম থাকবে, ৩০ জন হিন্দু। আপনার বাবা শিশিরবাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখুন। দেখব কত বড় পালোয়ান।” হুমায়ুন শুভেন্দু উদ্দেশে আরও বলেন, “তুমি মেদিনীপুরের ছেলে। আমিও মুর্শিদাবাদের ছেলে।”

বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এই রাজ্যে র‌্যাডিকাল ইসলামাইজেশন ছড়িয়ে পড়েছে। এবার বিজেপি না জিতলে বাঙালিকে অন্য রাজ্যে চলে যেতে হবে। সবটাই তৃণমূলের চক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি।” বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “সব দল ঘুরে এসেছেন হুমায়ুন। মনে হয় না এবার খুব বেশি কিছু করতে পারবেন।”