
মুর্শিদাবাদ: এক সপ্তাহও অতিক্রান্ত হয়নি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন জেলাওয়াড়ি বৈঠক করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সাময়িক বিরতি নিয়ে ফের আবার ফর্মে হুমায়ুন। আবারও নিজের দলের একাংশ নেতাদের দুষলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বীরভূমের সভাধিপতি কাজল শেখ বালি চোরদের সঙ্গে রয়েছেন বলে বেফাঁস মন্তব্য বিধায়কের।
সূত্রের খবর, অভিষেক বৈঠক থেকে হুমায়ুনকে বলেছিলেন, “আপনি সব কিছু নিয়ে কথা বলেন। দলকে বিড়ম্বনায় ফেলেন।” তারপর থেকে পাঁচদিন স্পিকটি নট। এরপর ফের একপ্রকার ‘সংঘর্ষ বিরতি চুক্তি’ লঙ্ঘন করে বিধায়ক যে মন্তব্য করলেন তা যে আবারও দলকে অস্বস্তিতে ফেলল তা বলার অপেক্ষা রাখে না।
গতকাল বিকালে হঠাৎ মুর্শিদাবাদের বড়ঞায় যান বীরভূমের দাপুটে নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনর মাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করার পাশাপাশি একটি সাংবাদিক বৈঠক করেন। এই নিয়েই মন্তব্য করেন হুমায়ুন। কার্যত নিজের দলের নেতাকে ঘুরিয়ে বালি চোর বলে বসলেন। বললেন, “বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা অনুব্রত সঙ্গে আছেন। কাজল তাই বালি চোরদের সঙ্গে।”
বরাবরই দলের একাংশকে নিশানা করতে দেখা যায় হুমায়ুনকে। জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিমকেও কটাক্ষ করেছিলেন তিনি। কোনও রাখঢাক না করেই একাধিকবার দল বিরোধী মন্তব্য করতে দেখা যায় তাঁকে। এর জন্য শোকজ নোটিসও গিয়েছে তাঁর কাছে। হুমায়ুন বলেছিলেন, “দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ দিয়েই হয়। ছাগল দিয়ে না।” পরবর্তীতে তিনি নতুন দল গড়ারও হুঁশিয়ারি দেন। যদিও, অভিষেকের সঙ্গে বৈঠকের পর খানিক শান্ত হন হুমায়ুন। তবে আবারও বিস্ফোরক তিনি।