Humayun Kabir: হুমায়ুনের সভা বানচালের চেষ্টা করছে তৃণমূল? অভিযোগ সাসপেন্ডেড তৃণমূল নেতার

হুমায়ুন বলেন, "২২ তারিখের সভা হবে। আমি যা আশা করেছি তার থেকে বেশি লোক হবে। অন্যান্য জেলা থেকেও আমার সঙ্গে যোগাযোগ করছে।" এরপরই তিনি অভিযোগ করে বলেন, "তৃণমূলের জেলা সভাপতি, রাজ্য নেতৃত্বের উপর আমার কোনও ক্ষোভ ছিল না। আমার জেলার নেতৃত্বরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাঁরাই এখন আমার সভার বানচাল করার চেষ্টা করছে।"

Humayun Kabir: হুমায়ুনের সভা বানচালের চেষ্টা করছে তৃণমূল? অভিযোগ সাসপেন্ডেড তৃণমূল নেতার
হুমায়ুন কবীরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 15, 2025 | 2:37 PM

মুর্শিদাবাদ: আগামী ২২ তারিখ নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবীর। আগেই তিনি জানিয়েছিলেন বহরমপুরের টেক্সটাইল মোড়ের কাছে মঞ্চ করে সেখান থেকে নিজের দল ঘোষণা করবেন। তবে এবার সেখানে তৃণমূলও সভা করবে বলে জানিয়েছে। এবার এই নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করলেন হুমায়ুন।

এ দিন, হুমায়ুন বলেন, “২২ ডিসেম্বর বহরমপুর জেলার তৃণমূলের সভাপতি বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় একটি সভা করবেন বলে অনুমতি নিয়েছেন। কী কারনে অনুমতি নিয়েছেন, কী সভা করবেন সেটা এখন কিছু বলছি না।” এরপর তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছি সভাস্থলের,ততক্ষণ আর সামনে বলছি না। তবে বহরমপুরে যা যানজট হয়, সেই বিষয়টি ভেবে সভা অন্যত্র করার চিন্তাভাবনা রয়েছে।”

হুমায়ুন বলেন, “২২ তারিখের সভা হবে। আমি যা আশা করেছি তার থেকে বেশি লোক হবে। অন্যান্য জেলা থেকেও আমার সঙ্গে যোগাযোগ করছে।” এরপরই তিনি অভিযোগ করে বলেন, “তৃণমূলের জেলা সভাপতি, রাজ্য নেতৃত্বের উপর আমার কোনও ক্ষোভ ছিল না। আমার জেলার নেতৃত্বরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাঁরাই এখন আমার সভার বানচাল করার চেষ্টা করছে।” এখানে উল্লেখ্য, বাবরি মসজিদ নিয়ে আগে থেকেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল হুমায়ুনের। তৃণমূল তাঁকে সাসপেন্ড করে। এরপর নতুন দল ঘোষণা করেন তিনি। আগামী ২২ ডিসেম্বর তাঁর দল তৈরি হবে বলে জানান। সেই মতো বহরমপুরের টেক্সটাইল মোড় বেছে নেন তিনি।