
মুর্শিদাবাদ: একসময় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত হুমায়ুন কবীর একাধিক রাজনৈতিক দলের সদস্য হয়েছেন, ভোটেও লড়েছেন। কখনও দ্বিতীয়, কখনও তৃতীয় স্থানে থেকেও কখনও দমে যাননি তিনি। এবার তৃণমূল তাঁকে সাসপেন্ড করার সঙ্গে সঙ্গে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগও এনেছে। তবে বাবরি মসজিদের শিলান্যাস করার আগে, শনিবার সকালে একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
হুমায়ুনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিযোগিতা চলছে, কে কত বড় হিন্দু। তাঁর দাবি, শাসক-বিরোধীর মধ্যে হিন্দুত্বের প্রতিযোগিতা চলছে। তাই তিনি চান, সংখ্যালঘুদের অধিকার বুঝে নিতে।
হুমায়ুন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী, কে বড় হিন্দু, তার প্রতিযোগিতা শুরু হয়েছে। শুভেন্দু বলছেন তিনি সনাতনী। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকা দিয়ে বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করে প্রতিযোগিতা শুরু করেছেন। জগন্নাথ মন্দিরকে ওড়িশা থেকে টেনে নিয়ে এসেছে। নিউ টাউনে ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে স্বাস্থ্য ভবনের জায়গা ছিল। সেখানে মন্দির তৈরির কাজ চলছে।” সুর চড়িয়ে হুমায়ুন আরও বলেন, “উনি কি মন্দির তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন?”
সেইসঙ্গে হুমায়ুন আরও বুঝিয়ে দিয়েছেন তিনি রাজনৈতিক কারণে মসজিদ তৈরি করছেন না। তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০২৪ সালের ১২ ডিসেম্বর মসজিদ তৈরির কথা ঘোষণা করেছিলেন তিনি। তখন তৃণমূল কিছু বলেনি। হুমায়ুনের কথায়, “তখন কেন তৃণমূল নেতাদের ঘুম ছোটেনি। তৃণমূল আমাকে আন্ডার এস্টিমেট করেছিল।”