Murder: ‘বিউটি পার্লারের মেয়েকে বিয়ে করে বাবা’, দ্বিতীয় বিয়ে সেরে প্রথম বউকে ‘খুন’ মুর্শিদাবাদের আবুল বাশারের?

Murshidabad: ঘুম ভাঙতেই মাকে দেখতে পায়নি ছেলে। চিন্তিত মুখে পাশের ঘরে যেতেই চোখ কপালে উঠে যায় তাঁর। দেখা যায় পাশের ঘরে পড়ে রয়েছে মায়ের নিথর দেহ।

Murder: বিউটি পার্লারের মেয়েকে বিয়ে করে বাবা, দ্বিতীয় বিয়ে সেরে প্রথম বউকে খুন মুর্শিদাবাদের আবুল বাশারের?
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 05, 2025 | 5:23 PM

ডোমকল: নতুন বিয়ের পরেই প্রথম স্ত্রীকে খুন করে ফেলেছে স্বামী। চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক শোরগোল মুর্শিদাবাদের ডোমকলে। ঘটনার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি অভিযুক্তের। বাবাই খুন করেছে, সন্দেহ ছেলের। দেহ উদ্ধার করেছে ডোমকল থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মৃতার নাম শাকিলা বিবি (৩৮)। তাঁর বাবার বাড়ি ডোমকলের রমনা বসন্তপুরে। বিয়ে হয়েছিল দক্ষিণ নগরের বাসিন্দা আবুল বাশারের সঙ্গে, তাঁদের ১৭ বছরের একটি ছেলেও রয়েছে।  

অভিযুক্তের শাশুড়ি স্পষ্টতই বলছেন খুন করেছে তাঁর জামাই নিজেই। তাঁর দাবি, দীর্ঘদিন থেকেই মেয়ের উপর অত্যাচার চালাতো আবুল। মাঝে মাঝে সেই অত্যাচার চরমেও উঠে যেত। শাশুড়ি বলছেন, “আমার জামাই মেয়েকে কিছুই দিত না। নিজের ছেলেকেও দিত না। আমরাই ওকে আর্থিক সাহায্য় করতাম। ওই টাকা দিয়ে নাতি পড়াশোনা করতো। এদিকে জামাই মেয়ের উপর বহু দিন থেকেই অত্যাচার করতো। আর আমার জামাইয়ের তো বরাবরই স্বভাব খারাপ। শুধু একটা ছড়াবে আর একটা ধরবে। ওই খুন করেছে আমার মেয়েকে। আমি ওর উচিৎ সাজা চাই।”  

অন্যদিকে অভিযুক্তের ছেলে জানাচ্ছে, বছর খানেক আগে বিউটি পার্লালে কর্মরত এক যুবতীকে বিয়ে করে তার বাবা। তার পর থেকে সংসারে অশান্তি চরমে ওঠে। যদিও দ্বিতীয় বিয়ে নিয়ে কোনও আপত্তি ছিল না তাঁর মায়ের। তারপরেও থামেনি বাবার অত্যাচার। 

এদিন নিজের ঘর থেকেই শাকিলার দেহ উদ্ধার হয়। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। বাড়ির সামনে বাড়তে থাকে ভিড়। খবর যায় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখে তদন্তকারীদেরও অনুমান খুুনই করা হয়েছে শাকিলাকে।