JMB: জেলে এসে জঙ্গি সন্দেহে গ্রেফতার তারিকুলকে জেরা STF আধিকারিকদের

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 06, 2025 | 9:25 AM

JMB: বিভিন্ন হ্যান্ডেলারদের নির্দেশ পেতেন তারিকুল সেই রকমই নির্দেশ দিতেন আব্বাসদের। আনসারুল্লাহ বাংলা টিম জেএমবি সঙ্গে কিভাবে সমন্বয়ে কাজ করতো, সেই সব বিষয়ে জানতে চাইছে গোয়েন্দাদারা।

JMB: জেলে এসে জঙ্গি সন্দেহে গ্রেফতার তারিকুলকে জেরা STF আধিকারিকদের
সংশোধনাগারে এসটিএফ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: জেলবন্দি জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার তারিকুলকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে গিয়ে প্রথম দফার জিজ্ঞাসাবাদ করেছে এসটিএফ খবর সূত্রে। তারিকুল ও মিনারুলদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। আর সেক্ষেত্রে নিজেদের হেফাজতে নিতে চাইছে এসটিএফ।  তদন্তকারীরা জানতে পেরেছেন,  খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অন্যতম জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার তারিকুল জেল থেকে বসেই নির্দেশ দিতেন মিনারুল ও আব্বাস আলিদের। মিনারুল ও আব্বাস আবার আনসারুল্লা বাংলা টিমের সদস্য।

বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই  মুর্শিদাবাদের জঙ্গি সন্দেহে হরিহরপাড়া থেকে প্রথমে গ্রেফতার হয়েছিল আব্বাস আলি ও মিনারুল শেখ গ্রেফতার করে এরপরে। এরপর নওদা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয় সাজিবুল ইসলাম ও মোস্তাকিম শেখ। আনসারুল্লাহ বাংলা টিম জেএমবি-র সঙ্গে কীভাবে সমন্বয়ে রেখে কাজ করত, সেই সব বিষয়ে জানতে চাইছেন গোয়েন্দাদারা।

আব্বাসদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছিল জেলবন্দি তারিকুলের নাম। সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করতে প্রথমে আদালতের অনুমতি নেয় এসটিএফ। একেবারে মুখোমুখি বসে জেরা করতে চান তদন্তকারীরা।

Next Article