
মুর্শিদাবাদ: কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরার নোটিস। জিজ্ঞাসাবাদের জন্য ১ জুলাই হাজিরা নির্দেশ নবগ্রাম থানায়। চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছিল কার্তিক মহারাজের বিরুদ্ধে।
গত ২৬ জুন নির্যাতিতা মহিলা নবগ্রাম থানায় অভিযোগ করেন, কার্তিক মহারাজ ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। সেই ঘটনায় কার্তিক মহারাজের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৭৬ (২) , ৩১৩, ৫০৬, ৪১৭ ধারায় মামলা রুজু করেছে।
যদিও অভিযোগ উড়িয়ে মহারাজ বলেছেন, “আশা করি সত্য সত্যের পথে যাবে। আইন আইনের পথেই যায়।” ইতিমধ্যেই মহিলার পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। তিনি বলছেন, আমার উপর তো যে কোনও সময় অ্যাটাক হতে পারে। সে কারণেই পুলিশ প্রোটেকশন দিচ্ছে।
এদিকে কার্তিক মহারাজের পাশেই দাঁড়িয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ” আদৌও অভিযোগ কতটা সত্য, আগে কেন বিষয়টা সামনে আসেনি সবটা নিয়ে তদন্ত হোক। কিন্তু, এমন যেন না হয় কেউ হিন্দুদের পক্ষে কথা বলার জন্য তাঁকে বিপদে ফেলতে হবে!” এদিকে, সুকান্তকে কটাক্ষ করেই তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ” “কার্তিক মহারাজের বিরুদ্ধে ভদ্রমহিলা যে বয়ান দিয়েছেন, তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে?এই লোকেরা ধর্মকে কলুষিত করছে।”