Murshidabad: ভেঙেছে বাম পা! রোগীর সঙ্গে সরকারি হাসপাতালেই যা হল… বাকরুদ্ধ পরিবার

Murshidabad Medical College: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সুতি থানার ছাপ খাটি এলাকার বাসিন্দা রেনু বিবি ছাদ থেকে পড়ে গিয়ে বাম পায়ে আঘাত লাগে। ‌ বুধবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এরপর গত কাল অর্থাৎ বৃহস্পতিবার অপারেশনের ব্যবস্থা করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Murshidabad: ভেঙেছে বাম পা! রোগীর সঙ্গে সরকারি হাসপাতালেই যা হল... বাকরুদ্ধ পরিবার
রোগী রেনু বিবিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 19, 2025 | 3:55 PM

মুর্শিদাবাদ:  ভেঙেছে বাম পা, অপারেশন ডান পায়ে, একইরকম গাফিলতির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক্স রে-তেও রয়েছে বাম পা , অথচ ডান পায়ে চিকিৎসা হয়েছে। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশন হয়েছে রেনু বিবি নামের বছর ৫০ এর এক মহিলার। সেখানে বাম পায়ে অপারেশনের সময় ডান পায়ে অপারেশন করে চিকিৎসক।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সুতি থানার ছাপ খাটি এলাকার বাসিন্দা রেনু বিবি ছাদ থেকে পড়ে গিয়ে বাম পায়ে আঘাত লাগে। ‌ বুধবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এরপর গত কাল অর্থাৎ বৃহস্পতিবার অপারেশনের ব্যবস্থা করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অপারেশনের সময় বাম পায়ের পরিবর্তে ডান পায়ে অপারেশন করে চিকিৎসক।

ঘটনায় গতকাল রাতে পরিবারের লোকজন বিক্ষোভ দেখান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে। এরপর হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানাই রেনু বিবির পরিবার। ঘটনায় হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবার।

রোগীর পরিবারের এক সদস্য বলেন, “সম্পূর্ণ ভুল চিকিৎসা হয়েছে। এরকমটা হতে পারে। এক পা ভাঙল, আরেক পায়ে প্লাস্টার করা হল। কীভাবে এত বড় ভুল করতে পারেন চিকিৎসক। আমরা ক্ষতিপূরণ চাইছি।” পরিবারের আরেক সদস্য বললেন, “আমরা কোনও অশান্তি, চিৎকার চেঁচামেচি চাই না। শুধু আমরা জানতে চাই, চিকিৎসকের নাম কী? আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখাই করছেন না।” যদিও হাসপাতালে তরফে থেকে কারোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।