Murshidabad: লাইন দিয়ে পড়ে মৃতদেহ, চুল্লিতে অর্ধেক পুড়ে মড়া, বিরাট বিপর্যয় শ্মশানে

Murshidabad: মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বালিয়া শ্মশান চুল্লিতে। অভিযোগ, এদিন সকালে বিষ্ণুপুর এলাকা থেকে একটি মৃতদেহ দাহ করার জন্য বালিয়া শ্মশান চুল্লিতে নিয়ে আনা হয়।

Murshidabad: লাইন দিয়ে পড়ে মৃতদেহ, চুল্লিতে অর্ধেক পুড়ে মড়া, বিরাট বিপর্যয় শ্মশানে
কী হচ্ছে শ্মশানে?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 24, 2025 | 9:25 AM

মুর্শিদাবাদ: মরেও শান্তি নেই! এমনটাই যেন বলছে ওরা। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক মৃতদেহ। শুধু তাই নয়, কোনও মৃতদেহ চুল্লিতে ঢুকে গেলেও আধপোড়া হয়ে রয়েছে। কেন জানেন? কারণ লোডশেডিং। আর এই লোডশেডিংয়ের কারণে দীর্ঘক্ষণ ধরে শ্মশান চুল্লিতে আধপোড়া অবস্থায় পড়ে আছে মৃতদেহ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মৃতদেহ দাহ করতে আসা মানুষদের।

মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বালিয়া শ্মশান চুল্লিতে।
অভিযোগ, এদিন সকালে বিষ্ণুপুর এলাকা থেকে একটি মৃতদেহ দাহ করার জন্য বালিয়া শ্মশান চুল্লিতে নিয়ে আনা হয়। কিন্তু দাহর সময় হঠাৎ লোডশেডিং দেখা দেয়।
ফলে আধপোড়া অবস্থায় মৃতদেহ পড়ে থাকে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হয়ে এলেও বিদ্যুৎ আসেনি। আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান সেখানে আগত ব্যক্তিরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, শ্মশান কর্তৃপক্ষ চুল্লির গেট তালাবন্ধ করে চলে যায়। পরে তারা আবার ফিরে এলে বিক্ষোভকারীদের সঙ্গে কর্তৃপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়।
জানা যায়, সাগরদিঘি থানা এলাকার বালিয়া, বৃষ্ণপুর,কাবিলপুর সহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। স্থানীয় এক বাসিন্দা পরেশ মণ্ডল বলেন, “মৃতদেহ ৯টার সময় ঢোকানো হয়। এদিকে কারেন্ট যে থাকবে তা তো জানাবে? জানায়নি। সকাল থেকে বিকেল হয়ে গেল এখনও দেহ পড়ে রয়েছে। তালা মেরে কর্তৃপক্ষ চলে গেছে। কী বলব বলুন।”