Maharaj on Mamata Banerjee: ‘হিন্দু ধর্মে আঘাত করলে…’, মমতার মন্তব্যে রেগে লাল মহারাজ

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 19, 2024 | 1:48 PM

Maharaj on Mamata Banerjee: গতকালের সভা থেকে একাংশ সাধুদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "কেউ কেউ করেন না। সব সাধু সমান নয়। বহরমপুরের একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না।"

Follow Us

বহরমপুর: মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অসন্তুষ্ট ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে অস্বীকার করেছেন তিনি। কোনও রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগের দাবি নস্যাৎ করেছেন তিনি।

কী বলেছেন মহারাজ?

টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ বলেন, “আমি কোনও জায়গায় এই রকম বক্তব্য রাখিনি। আমার পক্ষে অসম্ভব। আমি কোনও রাজনৈতিক দলের লোক নই। আমি সন্ন্যাসী। তবে আমি হিন্দু। আর হিন্দু ধর্মের উপর যখন আঘাত আসে আমি প্রতিবাদ করি। আমাদের যাঁরা অনুগামী আছেন তাঁরা প্রতিবাদ বিভিন্ন ভাবে করবেন। তাঁরা ঠিক করছেন হাইকোর্টে যাবেন। মামলাও করবেন।”

কী মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী?

গতকালের সভা থেকে একাংশ সাধুদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেউ কেউ করেন না। সব সাধু সমান নয়। বহরমপুরের একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতি করছেন। দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করছেন।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “আসানসোলে একটি রামকৃষ্ণ মিশন আছে। সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল সেই সময় আমি পুরো সমর্থন দিয়েছিলাম আপনাদের। যেমন আমি শুনলাম আসানসোলে একটি মিশন আছে। ইসকনকেও আমি ৭০০ একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপি-কে ভোট দেওয়ার জন্য বলো কেন করবেন সাধুসন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই শ্রদ্ধা করেন। ওদের কাছে একটা হোয়াটস অ্যাপ গ্রুপ আছে। ওদের আমি ভালবাসাতে পারি। কিন্তু ওরা ভোট দেয় না কখনও। আমি কেন তাহলে ওদের ভোট দিতে বলব। কেউ কেউ ভায়োলেট করছে সবাই নয়। ” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহারাজ।

বহরমপুর: মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অসন্তুষ্ট ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে অস্বীকার করেছেন তিনি। কোনও রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগের দাবি নস্যাৎ করেছেন তিনি।

কী বলেছেন মহারাজ?

টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ বলেন, “আমি কোনও জায়গায় এই রকম বক্তব্য রাখিনি। আমার পক্ষে অসম্ভব। আমি কোনও রাজনৈতিক দলের লোক নই। আমি সন্ন্যাসী। তবে আমি হিন্দু। আর হিন্দু ধর্মের উপর যখন আঘাত আসে আমি প্রতিবাদ করি। আমাদের যাঁরা অনুগামী আছেন তাঁরা প্রতিবাদ বিভিন্ন ভাবে করবেন। তাঁরা ঠিক করছেন হাইকোর্টে যাবেন। মামলাও করবেন।”

কী মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী?

গতকালের সভা থেকে একাংশ সাধুদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেউ কেউ করেন না। সব সাধু সমান নয়। বহরমপুরের একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতি করছেন। দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করছেন।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “আসানসোলে একটি রামকৃষ্ণ মিশন আছে। সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল সেই সময় আমি পুরো সমর্থন দিয়েছিলাম আপনাদের। যেমন আমি শুনলাম আসানসোলে একটি মিশন আছে। ইসকনকেও আমি ৭০০ একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপি-কে ভোট দেওয়ার জন্য বলো কেন করবেন সাধুসন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই শ্রদ্ধা করেন। ওদের কাছে একটা হোয়াটস অ্যাপ গ্রুপ আছে। ওদের আমি ভালবাসাতে পারি। কিন্তু ওরা ভোট দেয় না কখনও। আমি কেন তাহলে ওদের ভোট দিতে বলব। কেউ কেউ ভায়োলেট করছে সবাই নয়। ” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহারাজ।

Next Article