
মুর্শিদাবাদ: কালীগঞ্জের পর এবার মুর্শিদাবাদ। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম আফিকুল শেখ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নওদা থানার আলিনগর গ্রামে। মৃতদেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
মৃতের পরিজনদের বক্তব্য, মঙ্গলবার সকালে বাড়ির সামনে আফিকুলকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আফিকুল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ, মৃতের খুড়তুতো ভাই হাসিবুর শেখ লোকজন নিয়ে এসে বোমাবাজি করে।
ঘটনার খবর পেয়ে আলিনগর গ্রামে আসে নওদা থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন বেলডাঙার এসডিপিও উত্তম ঘড়াই। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মিরাজুল শেখ নামে এক ব্যক্তি বলেন, “আলিনগরে একটা বাহিনী তৈরি হয়েছে। সেই বাহিনীর মদতে এসব হচ্ছে। আলিনগরে ১০-১১ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা নেয় না।” শেষপর্যন্ত স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, জমি বিবাদের জেরেই এই ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারাও বলছেন, আফিকুল তাঁর নিজের জায়গায় বাড়ি করছিলেন। তাতে বাধা দেন হাসিবুর। তারপরই এদিন এই বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
এর আগে গত ২৩ জুন নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে প্রাণ হারায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী। তৃণমূলের বিজয়োল্লাসের সময় বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ। তা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে। রাজ্যের শাসকদলকে নিশানা করে বিরোধীরা। এবার মুর্শিদাবাদে বোমার আঘাতে প্রাণ গেল এক ব্যক্তির। আর কয়েকমাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে বোমা মজুত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুষ্কৃতীরা এত সহজে বোমা পাচ্ছে কোথায় প্রশ্ন উঠছে তা নিয়েও।