AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: মুর্শিদাবাদে মিম-এর প্রতিপত্তি, ভোটের মুখে দলে দলে ওয়েইসি-র দলে যোগদান

AIMIM in Murshidabad: নতুন সদস্যদের যোগদানকে কেন্দ্র করে উৎসাহ দেখা গিয়েছে মিম সমর্থকদের মধ্যে। রাজনৈতিক মহলের মতে, এই যোগদান ধুলিয়ান অঞ্চলের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৪০ জন যুবক বৃহস্পতিবার মিম-এ যোগ দেন।

Murshidabad: মুর্শিদাবাদে মিম-এর প্রতিপত্তি, ভোটের মুখে দলে দলে ওয়েইসি-র দলে যোগদান
মিমে যোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 14, 2025 | 3:22 PM
Share

মুর্শিদাবাদ: বাংলায় প্রভাব বাড়ছে এআইএমআইএম-এর! ভোটের মুখে তৃণমূল ছেড়ে আসাদউদ্দিন ওয়েইসির দলে। শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ানে দেখা গেল সেই ছবি। ধুলিয়ানে তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন বহু কর্মী। খোরবোনা এলাকায় মিম পার্টির ওই যোগদান ঘিরে সভায় উচ্ছ্বাসের ছবি দেখা গেল।

মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোরবোনা গ্রামের ঘটনা। তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৪০ জন কর্মী ও সমর্থক যোগ দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) বা মিম পার্টিতে।

সভায় উপস্থিত ছিলেন মিম পার্টির সামসেরগঞ্জের ব্লক সভাপতি গোলাপ সালোয়ার, ধুলিয়ান পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি বাইরুল শেখ এবং এলাকার বিশিষ্টজনেরা।

এইদিন গোলাপ সালোয়ারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে মিম পার্টিতে যোগ দেন নতুন সদস্যরা। যোগদানের পর গোলাপ সালোয়ার বলেন, “মানুষের পাশে থাকা আর তাদের সমস্যার সমাধান করাই আমাদের লক্ষ্য। মিম পার্টি মানুষের অধিকার ও সম্মানের জন্য লড়াই চালিয়ে যাবে।”

নতুন সদস্যদের যোগদানকে কেন্দ্র করে উৎসাহ দেখা গিয়েছে মিম সমর্থকদের মধ্যে। রাজনৈতিক মহলের মতে, এই যোগদান ধুলিয়ান অঞ্চলের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৪০ জন যুবক বৃহস্পতিবার মিম-এ যোগ দেন।

দলে যোগ দেওয়ার পর এক যুবক বলেন, “দলের কাজ দেখেই আমাদের ভাল লাগে। তাই আমরা এসেছি। আর মানুষ হয়ত এগিয়ে আসবে। মানুষের আগ্রহ বাড়বে।”

উল্লেখ্য, শুক্রবারই বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বিহারের ২৭টি আসন থেকে লড়েছিল ওয়েইসির দল। তার মধ্যে পাঁচটি আসনে এদিন সকাল থেকে এগিয়ে যায় মিম। জোকিহাট, ঠাকুরগঞ্জ, কোচাধামন, আমোর, বাসি বিধানসভায় এগিয়ে যায় এই দল। এই কেন্দ্রগুলি পশ্চিমবঙ্গ লাগোয়া। তবে বাংলায় সেভাবে মিম-এর প্রভাব আগে চোখে পড়েনি।