
মুর্শিদাবাদ: রাজ্য প্রশাসনের একাংশ অফিসাররাই তাঁকে তথ্য দিয়ে সাহায্য করছেন। এসআইআর বিতর্কের মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই বক্তব্যের মান্যতা দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর কথায়, মুর্শিদাবাদের এমন অনেক আধিকারিকই রয়েছেন, যাঁরা নাকি শুভেন্দুর কথায় কাজ করেন। এক্ষেত্রে তিনি কান্দি থানার আইসি-র নামও করেন।
হুমায়ুন বলেন, “কয়েকজন অফিসার রয়েছেন, যাঁরা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখেন। এই জেলাতেই রয়েছে। আমরা জানি। ভিতরে ভিতরে মদত করা, সাপোর্ট করা, তাঁর কথায় চলে। কান্দির আইসি-কেই জিজ্ঞাসা করুন গিয়ে, শুভেন্দু তোমার কে হয়? এরকম বহু মুর্শিদাবাদের আধিকারিক রয়েছেন, যাঁরা শুভেন্দুকে তথ্য দিতে পারেন।”
বিহারে SIR হওয়ার পর থেকেই এ রাজ্যেও এই নিয়ে জল্পনা বাড়ছে। আগামী অগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে এসআইআর-এর প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যে বিএলও-দের ট্রেনিং দেওয়া হয়েছে। আর এই মধ্যে প্রতিবাদের সুর চড়াচ্ছে তৃণমূল। সংসদে উঠছে ঝড়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেন, “১০০-র বেশি WBCS, ২০ জনের বেশি IAS সাহায্য করছে।”
এদিকে, আবার SIR ইস্যুতে আগামী ৫ অগস্ট বড় বৈঠকে বসতে চলেছেন তৃণমূূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দলের সমস্ত জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধানরা থাকবেন। এছাড়া বিধায়ক, পঞ্চায়েতস্তরের জনপ্রতিনিধিরাও থাকবেন ৫ অগস্টের ওই বৈঠকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এসআইআর নিয়ে কী করণীয়, তা দলের সর্বস্তরের নেতাদের বোঝাবেন অভিষেক।