Murshidabad News: ‘আই লাভ ধুলিয়ান’-এর পড়ে আছে শুধু ‘D’, ‘জলে গেল’ ১ লক্ষ টাকা

Murshidabad News: শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত থানার অদূরেই চলেছে তুমুল তাণ্ডব। একের পর এক মিষ্টির দোকান ছোট-ছোট ব্যবসায়ীদের দোকান এবং বিভিন্ন বিক্রেতাদের ভ্যান ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে।

Murshidabad News: আই লাভ ধুলিয়ান-এর পড়ে আছে শুধু D, জলে গেল ১ লক্ষ টাকা
তপ্ত ধুলিয়ানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 13, 2025 | 1:15 PM

মুর্শিদাবাদ: রাস্তায় পড়ে রয়েছে ঠেলাগাড়ি। চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে সিঙারা-মিষ্টি। দেখে বোঝাই যাচ্ছে কীভাবে নষ্ট করা হয়েছে খাবার। মুর্শিদাবাদের একাংশ জায়গার অবস্থা ঠিক এমনই। ঠিক যেমন ধুলিয়ান থানা থেকে ১০০ মিটার দূরত্বে প্রায় এক লক্ষ টাকার বেশি খরচ করে তৈরি করা হয়েছিল ‘আই লাভ ধুলিয়ান’। পড়ে রয়েছে ‘D’। সৌন্দর্যায়নের জন্য সাজানো হয়েছিল গোটা এলাকা। এখন সেখানেই রয়েছে শুধুই তছনছের ছবি।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত থানার অদূরেই চলেছে তুমুল তাণ্ডব। একের পর এক মিষ্টির দোকান, ছোট-ছোট ব্যবসায়ীদের দোকান এবং বিভিন্ন বিক্রেতাদের ভ্যান ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এলাকার বাসিন্দাদের দাবি, একের পর এক বাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।রাস্তার ধারে দাঁড় করানো একের পর এক গাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারও দোকান লুঠ করা হয়েছে, কারও আবার বাড়ি লুঠ করা হয়েছে। এলাকার বহু মানুষ ঘরছাড়া।

স্থানীয় এক বাসিন্দা বললেন, “আমি ভাবতেই পারিনি এমন হবে। এত বছর ধরে এখানে বাস করেছি কখনও হয়নি। আগে শুনেছি। কিন্তু এই প্রথম চোখে দেখলাম। আতঙ্কে রাতভর জেগে আছি।”