জঙ্গিপুর: জঙ্গিপুর হাসপাতালের সামনে রাস্তার কাজ নিয়ে ক্ষুব্ধ বিধায়ক জাকির হোসেন। পিডব্লিউডি কর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন তৃণমূল বিধায়ক। জঙ্গিপুর মহকুমা হাসপাতালের রাস্তার কাজের মান নিয়ে ফের প্রশ্ন তুলে সরব হলেন তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নালিশও করবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা।
মঙ্গলবার হাসপাতালে আসেন জাকির। এ দিকে-ও দিক ঘুরে দেখেন। হাসপাতালের রাস্তার কাজ পরিদর্শন করেন। তারপরই ক্ষুব্ধ হয়ে যান বিধায়ক। কীভাবে রাস্তার কাজ করতে হয় তা পিডব্লিউডি কর্তাকে শেখান তিনি। শুধু তাই নয়, ক্ষুব্ধ বিধায়ক ও তাঁর অনুগামীদের ধমক খেয়ে কার্যত চুপ করে যান পিডব্লিউডির ওই কর্তা। এ দিন বিধায়ক বলেন, “ওরা বলছে সঠিক ঢালাই রয়েছে। এখানে দেখা যাচ্ছে তা হয়নি। আগে ঢালাই ছিল তার উপর আবার ঢালাই হয়েছে। আট ইঞ্চি করার কথা তাহলে দুইঞ্চি ঢালাই হল কীভাবে? ঊনিশ-বিশ হোক আলাদা কথা। তবে সরকারি আধিকারিকরা ঠিকভাবে যাতে কাজ করে সেইটাই দেখার।” শুধু তাই নয় নতুন হওয়া ঢালাই রাস্তায় সিমেন্টের ভাগ কম। পাথরের মান ভাল না বলেও অভিযোগ করেন।
প্রসঙ্গত, হাসপাতালের ঢালাই রাস্তার নির্মাণ নিয়ে কয়েকদিন আগে একবার পিডব্লিউডির ইঞ্জিনিয়র তোপ দাগেন বিধায়ক। বিধায়কের প্রশ্নের উত্তরও দেন পিডব্লিউডি-র কর্তা। কিন্তু সেই উত্তরে সন্তুষ্ট হননি জাকির।