
মুর্শিদাবাদ: সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে ১,০৯৩টি ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করল জেলা প্রশাসন। মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে ধরপাকড়। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার অভিযোগে এইভাবে অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে। জেলা পুলিশ ও সাইবার সেল যৌথভাবে এই তদন্ত করছে।
উস্কানিমূলক একাধিক পোস্ট ও ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর জেলা পুলিশ ও সাইবার সেল যৌথভাবে তদন্তে নামে। ১১ হাজারেরও বেশি পোস্ট ডিলিট করা হয়েছে। বিকৃত এবং ধর্মীয়ভাবে বিদ্বেষমূলক পোস্ট ছিল বলেই দাবি পুলিশের। তদন্তে জানা যায়, বহু অ্যাকাউন্ট বিদেশ ও অন্য রাজ্য থেকে পরিচালিত হচ্ছিল। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই ব্যবহার করে স্থানীয় ব্যক্তিদের মুখ বসিয়ে ভুয়ো বক্তব্য প্রচার করা হচ্ছিল বলেই অভিযোগ।
এখনও পর্যন্ত ৪৮৬ জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়ো তথ্য প্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে, যাতে যাচাই না করে কোনও পোস্ট বা ভিডিয়ো শেয়ার না করা হয়।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় #MurshidabadFakeNews এবং #VerifyBeforeShare হ্যাশট্যাগে সচেতনতামূলক পোস্ট ভাইরাল হয়েছে। স্থানীয় তরুণ-তরুণীরা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ভুয়ো খবর বিরোধী প্রচারে অংশ নিচ্ছে।
বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এই প্রসঙ্গে বলেন, “ভাল উদ্যোগ। ভাল কাজ করছেন। তবে কিছু রাজনৈতিক নেতা উস্কানিমূলক পোস্ট করছে, তাদের দিকেও নজর দেওয়া উচিত।” তৃণমূল যুব সভাপতি ভীষ্মদেব কর্মকার বলেন, “আরও আগেই এটা করা উচিত ছিল। এই কাজের জন্য সাধুবাদ জানাই।”