Murshidabad: ব্রিজ থেকে কোলের সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেলে দিলেন মা

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 01, 2023 | 3:41 PM

Murshidabad: স্থানীয় সূ্ত্রে খবর, আজ সকালে এই দুই যুবক মন্দির পরিষ্কার করতে যায়। সেই সময় তাঁরা দেখেন যে ব্রিজের উপর থেকে কিছু একটা পড়েছে। ঘুরে দেখেন মা নিজের সন্তানকে গঙ্গায় ছুড়ে দিয়েছেন।

Murshidabad: ব্রিজ থেকে কোলের সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেলে দিলেন মা
(গ্রাফিক্স: শুভ্রনীল দে)

Follow Us

রঘুনাথগঞ্জ (মুর্শিদাবাদ): মন্দির পরিষ্কার আসা দুই যুবক আচমকাই শুনতে পেলেন ঝুপ করে শব্দ। পিছন ঘুরে তাকাতেই ভয়ঙ্কর কাণ্ড। ব্রিজ থেকে মা তাঁর কোলের সন্তানকে ছুড়ে ফেলে দিলেন গঙ্গায়। নিজেও ঝাঁপ দিতে যাচ্ছিলেন। তবে যুবকদের চিৎকারে খানিকটা পিছিয়ে আসেন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।

স্থানীয় সূ্ত্রে খবর, আজ সকালে এই দুই যুবক মন্দির পরিষ্কার করতে যায়। সেই সময় তাঁরা দেখেন যে ব্রিজের উপর থেকে কিছু একটা পড়েছে। ঘুরে দেখেন মা নিজের সন্তানকে গঙ্গায় ছুড়ে দিয়েছেন। ওই মহিলাও ঝাঁপ দিতে যাচ্ছিলেন। তখন তাঁদের চিৎকারে ব্রিজের ওপর থেকে একজন মহিলাকে ধরে ফেলেন। যার কারণে ওই মহিলা নদীতে ঝাঁপ দিতে পারেননি।

ইতিমধ্যে খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। সঙ্গে-সঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তাঁকে আটক করেন। কিছুক্ষণের মধ্যে জলে একটি শিশু ভেসে ওঠে। স্থানীয় লোকজন ঝাঁপ দিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে। এরপর উদ্ধার করা বাচ্চাটিকে পুলিশের হাতে তুলে দেন যুবকরা। পুলিশ সঙ্গে সঙ্গে ওই শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে কী কারণে শিশুটিকে উপর থেকে ফেলা হল তা নিয়ে তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

 

Next Article